মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ মুসলিমদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ রাজ্য উত্তরপ্রদেশ। ১০০ হিন্দু পরিবারের মধ্যে ১টি মুসলিম পরিবার সবচেয়ে বেশি সুরক্ষিত। ১০০ মুসলিম পরিবারের মাঝে ১জন হিন্দু তো দূর, ৫০জন হিন্দুও সুরক্ষিত নয়। বাংলাদেশ তার জ্বলন্ত উদাহরণ। একটি সাক্ষাৎকারে এমনই বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর সংখ্যালঘু হিন্দুদের দুরাবস্থা চরমে উঠেছে। হিন্দুদের বেছে বেছে টার্গেট করা হয়েছে। কখনও তাঁদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। কখনও সরাসরি নির্বিচারে খুন করা হয়েছে হিন্দুদের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় আর কোনও লুকোচুরি নেই। সারা বিশ্বের সামনে বাংলাদেশের ইউনুসের সরকারের মুখোশ খুলে পড়ে গিয়েছে, সবার সামনে চলে এসেছে সত্যিটা। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রসঙ্গ টেনে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একটি সাক্ষাৎকারে যোগী বলেন, ১০০ হিন্দু পরিবারের মাঝে ১টি মুসলিম পরিবার সবচেয়ে বেশি সুরক্ষিত। ১০০ মুসলিম পরিবারের মাঝে ১জন হিন্দু তো দূর, ৫০জন হিন্দুও সুরক্ষিত নয়। বাংলাদেশ তার জলজ্যান্ত উদাহরণ। এর আগে পাকিস্তান, আফগানিস্তানেও এমন উদাহরণ সৃষ্টি হয়েছে, বললেন যোগী আদিত্যনাথ। তিনি আরও বলেন, কোথাও ধোঁয়া দেখা গেলে বা কাউকে ধাক্কা খেতে দেখলে আগে থেকে সাবধান হয়ে যান। নাহলে সেই ধোঁয়া আপনাকেও গ্রাস করবে, আপনাকেও ধাক্কা খেতে হবে। আগে থেকে সাবধান হয়ে গেলে সুরক্ষিত থাকবেন। যোগী আদিত্যনাথ বলেন, আমরা সবাইকে সমান নজরে দেখি। উত্তরপ্রদেশে মুসলিমরা সবচেয়ে বেশি সুরক্ষিত। হিন্দুরা সুরক্ষিত হলে মুসলিমরাও সুরক্ষিত। তাঁদের ধর্মীয় রীতি যথাযথভাবে পালন করার স্বাধীনতা রয়েছে। উত্তরপ্রদেশে হিন্দু এবং মুসলিমরা এইজন্যই সুরক্ষিত, কারণ ২০১৭-র পর দাঙ্গা বন্ধ হয়েছে। তারপর থেকে হিন্দুরাও সুরক্ষিত এবং মুসলিমরাও সুরক্ষিত।
সবমিলিয়ে যোগী শাসনে উত্তরপ্রদেশে হিন্দুরাজ চলছে। সংখ্যালঘুদের উপর নেমে আসছে আক্রমণ। যোগী সরকারের আমলে হিংসা, বুলডোজার নীতি, বেলাগাম এনকাউন্টারের ফলে বারবার আঙুল উঠেছে যোগী আদিত্যনাথের সরকারের উপর। সাম্প্রতিককালে উত্তরপ্রদেশে একের পর এক মসজিদ নিয়ে বিবাদ ও তাকে কেন্দ্র করে দফায় দফায় দাঙ্গার ঘটনা সামনে এসেছে। তবে সেই সমস্ত অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়ে যোগী আদিত্যনাথ স্পষ্ট জানালেন যে, “ উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি নিরাপদ মুসলিমরা। একটি মুসলিম পরিবার ১০০ হিন্দু পরিবারের তুলনায় বেশি নিরাপদ। এখানে তাঁদের ধর্মীয় রীতি যথাযথভাবে পালন করার স্বাধীনতা রয়েছে। কিন্তু বাংলাদেশ ও পাকিস্তানকে দেখুন সেখানে কী ৫০টি হিন্দু পরিবার ১০০ হিন্দু পরিবারের তুলনায় সুরক্ষিত? উত্তর হল না।” উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ”আমি একজন যোগী। ফলে সকলের সুখ সমৃদ্ধিই কামনা করি আমি।” যোগী আদিত্যনাথ সাক্ষাৎকারে যা দাবি করছেন, আসলে সেই ছবিটাই কি রয়েছে উত্তরপ্রদেশে। সেই প্রশ্ন উঠছেই।