মার্চ মাসের মাঝামাঝি। গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। তাপমাত্রার পারদ ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রির গণ্ডি। তাপপ্রবাহ সতর্কতা বেশ কয়েকটি জেলাতে।
নাজিয়া রহমান, সাংবাদিক: চৈত্রেই কাঠফাটা রোদ। গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা। দক্ষিণবঙ্গের পশ্চিমদিকের ছ’টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রির গণ্ডি। তাপপ্রবাহ চলতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও পুরুলিয়াতে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলি যথা হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহ না হলেও আবহাওয়া থাকবে উষ্ণ এবং আর্দ্র। অর্থাৎ গরমে নাজেহাল হতে হবে এই জেলার মানুষকে। তবে এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আগামী বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও আছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় বঙ্গে।আগামী সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ২০ এবং ২১ মার্চ। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রার হেরফেরও খুব একটা হবে না। ১৭ তারিখ কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি হতে পারে। তবে ২০ তারিখ তা আরও কমে ৩৪ ডিগ্রি হতে পারে এবং ২১ মার্চ তা নামতে পারে ৩৩ ডিগ্রির ঘরে। আকাশ পরিস্কার হলে আবারও বাড়তে পারে তাপমাত্রার পারদ। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস রশেছে। কিন্তু উত্তরের বাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে শুকনো। আগামী ৩ দিন কোথাও তাপমাত্রা সেই অর্থে বড় রকমের হেরফের হবে না।