Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • নদীয়ার মুরুটিয়ায় পুলিশি হেফাজতে এক যুবকের রহস্যমৃত্যু। ২০২৩ সালের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। 
  • বাতিল হল বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক। মঙ্গলবার বিধানসভায় বৈঠকে বসার কথা ছিল তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির।
  • কাপলিং ছিঁড়ে চলন্ত অবস্থাতেই দু’ভাগ ফলকনুমা এক্সপ্রেস। অন্ধ্রের শ্রীকাকুলামের কাছে দুর্ঘটনা। যাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত।
  • ইডির উপর হামলার জের। শাহজাহানকে জেলে গিয়ে জেরা, CBI-এর আবেদন মঞ্জুর। আবেদন মঞ্জুর করে বসিরহাট আদালত।
  • বিচারপতি হিসাবে রাজনৈতিক নেতাদের মতো কথা বলেছেন। সাংসদ হিসাবে বিচারপতির মতো কথা বলছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ ব্রাত্য বসুর।
  • চাকরিহারা শিক্ষকদের নিয়ে SSC দফতরে যান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখা পাননি চেয়ারম্যানের। ‘রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে পারেননি মুখ্যমন্ত্রী’ মন্তব্য প্রাক্তন বিচারপতির।
  • চাকরিহারাদের বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপের আর্জি। দ্রৌপদী মুর্মুকে চিঠি রাহুল গান্ধীর। ‘আপনি নিজে শিক্ষক ছিলেন, আশা করি বিষয়টি বুঝবেন।’ চিঠিতে লিখলেন রাহুল।
  • পাঁশকুড়া-দিঘা লাইনে এক জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা। ৯ এপ্রিল থেকে শুরু হবে পরিষেবা। পর্যটকদের সুবিধার জন্য় ৮ জুন পর্যন্ত চালু থাকবে পরিষেবা।
  • ফের বন্ধ হচ্ছে ১০ নম্বর জাতীয় সড়ক। ৯-১০ এপ্রিল এবং ১৭-১৯ এপ্রিল বন্ধ থাকবে জাতীয় সড়কটি। সংস্কারের জন্য বন্ধ থাকবে ১০নং জাতীয় সড়ক।
  • হনুমানজয়ন্তীতে মিছিল করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রেড রোডে মিছিলের কর্মসূচি বিজেপির। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি।
  • ‘আপনারা চিন্তা করবেন না’। ‘খুব শীঘ্রই আমি আসছি’। এক সময় ইউনুসকে সাহায্য করেছিলাম। আক্ষেপ হাসিনার। বার্তা আত্মবিশ্বাসী হাসিনার।
  • কমেডিয়ান কুণাল কামরাকে রক্ষাকবচ বম্বে হাইকোর্টের। শিবসেনার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে FIR করে মুম্বই পুলিশ। সেই মামলাতেই কুণালকে রক্ষাকবচ দিল হাইকোর্ট। ১৬ এপ্রিল পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
  • পূর্ব বর্ধমানের শ্রীরামপুরে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় মৃত ১। আহত প্রায় ৩৩ জন। আহতরা কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
  • সিঙ্গাপুরের একটি স্কুলে অগ্নিকাণ্ড। গুরুতর জখম অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের পুত্র মার্ক শঙ্কর।
  • গড়িয়াহাটে ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ। ৬৮নং ওয়ার্ডের কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যবসায়ী রকি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ।
  • SSC-সুপারনিউমেরারি পদে CBI তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে। ‘অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল’। ‘রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল’। ‘সেই কারণে আদলতের হস্তক্ষেপ প্রয়োজন নেই’। পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।
  • প্রায় ২৬ হাজার চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্ট রাজ্য। রায় পুনর্বিবেচনার আবেদন। দ্রুত শুনানির আবেদন রাজ্যের আইবজীবীর। ‘একসঙ্গে এত চাকরি যাওয়ায় প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছে’। প্রধান বিচারপতির কাছে আবেদন রাজ্যের। ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব’, মন্তব্য প্রধান বিচারপতির।
  • দমকল দফতরে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করল ত্রিপুরা সরকার। ভুল এবং গোলমাল শনাক্ত করতে পারার কারণে পরীক্ষা বাতিল। জানানো হবে নতুন পরীক্ষার দিন।
  • New Date 2025-4-8
  • New Time 03:39:54 PM
জল্পনার অবসানকে হবেন নাইটদের অধিনায়ক?নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স

4
March 2025

জল্পনার অবসানকে হবেন নাইটদের অধিনায়ক?নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স

পারমিতা ধর, নিজস্ব প্রতিনিধিঃ সব জল্পনার অবসান ঘটিয়ে আইপিএলের নতুন মরশুমে অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। এবার নাইট বাহিনীর ভরসা অজিঙ্ক রাহানে।সহ অধিনায়ক হিসেবে থাকছেন ভেঙ্কটেশ আইয়ার।গতবার আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়স আইয়ার।এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাহানের নেতৃত্বেই নামবে নাইট বাহিনী। মহা নিলামের আগে শ্রেয়স আইয়ারকে রিটেন করেনি শাহরুখ খানের দল। তারপর থেকেই জল্পনা শুরু হয় কে হবেন নাইটদের অধিনায়ক।

জল্পনা শুরু হয়েছিল রাহানে, ভেঙ্কটেশদের নিয়ে।অনেকে সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদেরও নাম করেছিলেন।দল ভরসা রাখল অজিঙ্ক রাহানের উপরেই। ঘরোয়া ক্রিকেটে মুম্বই-এর অধিনায়কত্ব করেন রাহানে। এবার আইপিএলে দেখা যাবে তাঁকে। রাহানেকে দেড় কোটি টাকায় কিনেছে কলকাতা। অন্যদিকে ভেঙ্কটেশকে সবচেয়ে বেশি ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায়।তাই মনে করা হচ্ছিল ভেঙ্কটেশকেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে। শেষ পর্যন্ত অভিজ্ঞতাতেই ভরসা রাখল কেকেআর।অধিনায়কের নাম ঘোষণার পাশাপাশি সোমবার নতুন জার্সিও প্রকাশ করেছে কেকেআর। তিনবার আইপিএল জিতে তিনটি তারা জায়গা করে নিয়েছে জার্সিতে।জার্সির হাতায় আছে সোনালী রঙের ব্যাজও।এখন দেখার অজিঙ্ক রাহানের নেতৃত্বে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স জিততে পারে কিনা এবারকার আইপিএল।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election