Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • ঘোষিত হল ২০২৬-এর মাধ্যমিকের দিনক্ষণ। ২-১২ ফেব্রুয়ারি চলবে মাধ্যমিক। ২ ফেব্রুয়ারি বাংলা, ৩ ফেব্রুযারি ইংরেজি, ৬ ফেব্রুয়ারি ইতিহাস, ৭ ফেব্রুয়ারি ভূগোল, ৯ ফেব্রুয়ারি অঙ্ক, ১০ ফেব্রুবারি ভৌতবিজ্ঞান, ১১ ফেব্রুবারি ভৌতবিজ্ঞান এবং ১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।
  • প্রায় চার মাস পর বাংলাদেশে ফিরলেন খালেদা জিয়া। চিকিৎসার প্রয়োজনে জানুয়ারিতে লন্ডন গিয়েছিলেন তিনি। খালেদার সঙ্গে তাঁর দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানও ফিরেছেন বাংলাদেশে।
  • বাংলার বাসিন্দা এক দম্পতির দেহ উদ্ধার চেন্নাইয়ে। আবাসিক হোটেলের রুম থেকে উদ্ধার হয়েছে দেহ।
  • জম্মু ও কাশ্মীরের পুঞ্চে আটক এক পাক নাগরিক। তিন দিনে ভারতীয় সীমানায় আটক তিন পাক নাগরিক।
  • মুর্শিদাবাদে ১৬৭ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মোট ৭১৮ কোটি টাকার প্রকল্প ঘোষণা।
  • বুধবার দেশের ২৪৪টি জেলায় মক ড্রিল। বাংলার ৩১ জায়গায় মক ড্রিল। কলকাতা, বীরভূম, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, দুর্গাপুরে মক ড্রিল।
  • পহেলগাঁও ইস্যুতে দেড় ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক রাষ্ট্রসংঘের। বৈঠকে উপস্থিত ছিল আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চিন, ফান্সের প্রতিনিধিরা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ রাষ্ট্রসংঘের।
  • শহিদ ঝন্টু শেখের পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর। ঝন্টু শেখের স্ত্রী শাহনাজ পারভিনকে হোমগার্ডের চাকরি ও ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
  • জম্মু-কাশ্মীরের পুঞ্চে খাদে পড়ল বাস। মৃত ২, আহত ৪২ জন। বাসটি ঘানি গ্রাম থেকে মেন্ধার যাচ্ছিল।
  • সমীর গুহর পরিবারের সঙ্গে দেখা করলেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। পহেলগামে জঙ্গি হানায় মৃত্যু হয়েছিল সমীর গুহর।
  • New Date  
  • New Time  
পথ দেখাচ্ছে ভারতের প্রতিরক্ষা উৎপাদন

28
March 2025

পথ দেখাচ্ছে ভারতের প্রতিরক্ষা উৎপাদন

মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃপ্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে দিনের পর দিন রেকর্ড ভাঙছে ভারত। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায়, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের প্রায় ৬৫ শতাংশই তৈরি হচ্ছে দেশে।
সাফল্যের চূড়ায় মেক ইন ইন্ডিয়া। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির হার রেকর্ড গড়ছে। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি তথ্য প্রকাশ করা হয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। যাতে বলা হয়েছে, প্রতিরক্ষাখাতে শক্তি জোগাচ্ছে মেক ইন ইন্ডিয়া উদ্যোগ। ৬৫ শতাংশ প্রতিরক্ষা সরঞ্জাম এখন দেশের মধ্যেই তৈরি হচ্ছে। যা এককথায় অভিনব। ২০২৩-২৪ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের ফলে ১ লক্ষ ২৭ হাজার কোটি টাকার সরঞ্জাম তৈরি হয়েছে। ২০১৪-১৫ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে দেশীয় নির্মাণ হয়েছিল মাত্র ৪৬ হাজার ৪২৯ কোটি টাকার। অর্থাৎ মেক ইন ইন্ডিয়া উদ্যোগের ফলে ১০ বছরে ১৭৪ শতাংশ নির্মাণ বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ বিমান থেকে শুরু করে যুদ্ধজাহাজ, কামান সহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম এখন তৈরি হচ্ছে দেশের মধ্যে। উৎপাদন বৃদ্ধির ফলে প্রতিরক্ষায় পথ দেখাতে শুরু করেছে ভারত। প্রতিরক্ষা ক্ষেত্রের উৎপাদনের হার এতটাই ভালো হচ্ছে যে এবার শতাধিক দেশে সরঞ্জাম আমদানি করছে ভারত। ২০২৩-২৪ অর্থবর্ষে ২১হাজার ৮৩ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করেছে ভারত। গত ১০ বছরে ৩০গুণ বৃদ্ধি পেয়েছে এই উৎপাদন।
একনজরে দেখে নেওয়া যাক কোন কোন প্রতিরক্ষা সরঞ্জাম সবচেয়ে বেশি রফতানি করেছে ভারত- ১. বুলেটপ্রুফ জ্যাকেট, ২. ডনিয়ার এয়ারক্র্যাফ্ট, ৩. চেতক হেলিকপ্টার, ৪. ফাস্ট ইন্টারসেপ্টর বোট, ৫. লাইটওয়েট টর্পিডোস
এবার প্রশ্ন হল কারা কিনছে এইসব সরঞ্জাম ? ক্রেতাদের তালিকায় সবচেয়ে শীর্ষে রয়েছে আমেরিকা, ফ্রান্স, আর্মেনিয়া। রাশিয়াও ভারতের তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করেছে। রুশ সেনা যে বুট ব্যবহার করে, তাও মেড ইন বিহার। এর থেকে এটা স্পষ্ট যে, ভারতীয় নির্মাণ সামগ্রী প্রতিরক্ষাক্ষেত্রে অনেকটাই উন্নতি করেছে। প্রতিরক্ষাক্ষেত্রে ভারতের যে দুটি প্রধান লক্ষ্য, তা হল – প্রথমত নিজেদের প্রতিরক্ষার চাহিদা পূরণ করতে হবে। এরপরই বিশ্ব অস্ত্র বাজারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ভারত। সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য ক্রমাগত প্রতিরক্ষাখাতে উন্নয়নের কাজ চলেছে। গত কয়েকমাসে ভারতের ফাইটার জেট প্রোগ্রামগুলি ব্যাপকভাবে নজর কেড়েছে। তবে আপাতত ভারতীয় বায়ুসেনা তেজস যুদ্ধবিমানের জন্য অপেক্ষা করছে। পরে পুরনো রুশ মিগ যুদ্ধবিমানগুলির জায়গা নিতে চলেছে এই তেজস। এখনও তেজস হাতে পায়নি ভারত। এই ইস্যুতে ইতিমধ্যে হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড বা হ্যালের ভূমিকায় প্রশ্ন তুলেছেন ভারতের ফার্স্ট এয়ার চিফ মার্শাল এপি সিং। হ্যালে তৈরি হচ্ছে তেজস। অতীতে সরকারি সংস্থা হিসেবে পরিচিত হ্যালের ৫০ শতাংশের অংশীদারিত্ব বেসরকারি হাতে। তেজসের ওই ইঞ্জিন নির্মাতা সংস্থা জেনারেল ইলেকট্রিকস বা জিই অ্যারোস্পেস প্রথম ইঞ্জিন পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে তেজস নির্মাণকারী রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ‘হ্যাল’। চলতি বছরেই জিই অ্যারোস্পেস ১২টি ইঞ্জিন সরবরাহ করবে বলে প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে। তেজসের ডেলিভারির নির্ধারিত সময়ের পর ২ বছর পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও ভারতের হাতে এল না তেজস। সেই লক্ষ্যে পুরোদমে কাজ করছে হ্যাল। যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায়, সেই চেষ্টাই চালাচ্ছে তারা। চলতি বছরে ১২টি ইঞ্জিন ডেলিভারি ভারতকে দিয়ে দেবে । পরবর্তী বছর থেকে প্রতি বছরে ২০টি করে ইঞ্জিন হাতে পাবে ভারত, সেই লক্ষ্যমাত্রা রয়েছে। তা হলে হ্যাল আরও তাড়াতাড়ি তেজসের নির্মাণ বাড়াতে পারবে। দেশের ভিতরে তেজস তৈরি হওয়ার কারণে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম আরও জোর পেয়েছে। পরবর্তীকালে তা আরও বাড়বে বলাই বাহুল্য
এইসবের কারণেই তো এক নতুন উচ্চতায় পৌঁছেছে ভারতের প্রতিরক্ষা নির্মাণ। এক দশক আগেও এমন পরিবর্তন দেখা যায়নি। সেসময় ৬৫ থেকে ৭০ শতাংশ অস্ত্রই আমদানি করা হত বিদেশ থেকে। এই সাফল্য এসেছে সরকারি নীতি, স্বদেশী প্রযুক্তি উন্নয়ন, এবং পাবলিক ও প্রাইভেট সেক্টরের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। উৎপাদন মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১.২৭ লক্ষ কোটিতে। প্রতিরক্ষা সামগ্রী রফতানি বেড়ে দাঁড়িয়েছে ২১,০৮৩ কোটি টাকায়। ২০২৮-২৯ নাগাদ প্রতিরক্ষা খাতে উৎপাদন ৩ লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​