ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: সঠিক সময়ে যদি তার চিকিৎসা হয় তাহলে ক্যান্সারের মতো মারণ রোগেও মানুষ সুস্থ হয়ে উঠতে পারেন। তামাক জাতীয় জিনিস সেবনের কারণেই বহু সময়ই মুখের ক্যান্সার হওয়ার প্রবণতা থাকতে পারে। এবার শহরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পথ চলতি মানুষের মুখের ভেতরে কোনরকম ক্যান্সারের লক্ষণ বা স্পট রয়েছে কিনা এদিন তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন।
গত কয়েক বছর ধরে লাগাতার স্বেচ্ছাসেবী সংস্থা RESURRECTION cancer prevention তারা কাজ করে চলেছে। ক্যান্সারের মতো মারণ রোগ প্রতিরোধ করার কয়েকটি নিরাময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।বর্তমানে প্রতি ৪ জনের ১ জন মানুষের মুখের ভেতরে ক্যান্সার হচ্ছে সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।
বিশেষ করে মুখের ক্যান্সারে ভারতবর্ষ পৃথিবীতে প্রথম স্থান গ্রহণ করেছে এবং মুখের cancer এর হার বৃদ্ধি পাচ্ছে,
অতএব Resurrection এর বিশেষ লক্ষ্য মুখের cancer এর ঝুঁকি কমানো।ফুলবাগান এলাকায় RESURRECTION মুখের cancer / oral cancer screening এর একটি স্বাস্থ্য শিবির আয়োজন করেন।
ডাক্তারদের সহায়তায় কারোর মুখের ভেতর কোনো cancer mark আছে কিনা, ভবিষ্যতে cancer এর কোনো ঝুঁকি আছে কিনা, সেই সম্পর্কে সকলকে পরীক্ষা করা হয় এবং সচেতন করা হয়।