সঞ্জু সুর- দীঘার জগন্নাথ মন্দিরের নজরদারি সুরক্ষা ও যান চলাচল নিয়ন্ত্রণের জন্য জন্য ১০০ জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে রাজ্য। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর। এর আগেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে দীঘার বহু প্রতীক্ষিত এই জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ও নজরদারির জন্য অতিরিক্ত সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে পারে। মুখ্যমন্ত্রীর সেই ভাবনাকেই এবার সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত ১০০ সিভিক ভলেন্টিয়ার নিয়োগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীঘার মন্দিরের ভিড় সামলানো, ট্রাফিক পুলিশকে সহায়তার জন্যই সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভায়। পাশাপাশি দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন যাদের আমন্ত্রণ দেওয়া হয়েছে শুধু তারাই আসবেন। মন্ত্রিসভার বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভলেন্টিয়ার নিয়োগের পাশাপাশি রাজ্যের নতুন সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরীর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। গোয়ালতোড়ে মুখ্যমন্ত্রী ১১২ মেগা ওয়ার্ডের যে সৌর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন তার পাশেই নতুন করে আরও ১০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরীর সিদ্ধান্তে আজ সায় দিল রাজ্য মন্ত্রিসভা। সম্পূর্ণ জার্মান প্রযুক্তিতে এবং জার্মান বিনিয়োগে এই সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে ৮৮৫ কোটি টাকার বিনিয়োগ হবে। যার ৭০ শতাংশ বিনিয়োগ করবে জার্মান সংস্থা এবং বাকি ৩০ শতাংশ বিনিয়োগের দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্যের মন্ত্রী তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিধায়ক মানুষ ভূঁইয়া মন্ত্রিসভার বৈঠক শেষে জানান ” এই নতুন সৌর বিদ্যুৎ প্রকল্প টিও সম্পূর্ণ গ্রিন প্রজেক্ট। রাজ্যের বিদ্যুৎ উন্নয়নে মুখ্যমন্ত্রী একের পর এক যেভাবে পরিকল্পনা তৈরি করেছেন তাতে গোটা দেশ এবার বাংলায় ছুটে আসবে।” বুধবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৭১ তম রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়।