সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- অনন্তনাগে জঙ্গি হামলায় জড়িত লস্কর-ই-তৈবার শাখা TRF, তা ইতিমধ্যেই জানা গেছে। এবার প্রকাশ্যে এল ঘটনায় জড়িত ৪ হামলাকারীর ছবি ও পরিচয়। ৪ জঙ্গির মধ্যে ২ জন পাকিস্তানি এবং ২ জন কাশ্মীরি বলে জানা গেছে। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি ইতিমধ্যেই এদের নাম পরিচয় সামনে এনেছে। হামলাকারীরা হলেন জুনেইদ, সুলেমান শাহ, আবু তালহা ও আসিফ ফৌজি। ইতিমধ্যেই গোটা ঘটনার দায় শিকার করেছে দ্যা রেসিস্ট্যান্স ফ্রন্ট। হামলার মাস্টারমাইন্ড লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সইফুল্লা খালিদ কসৌরি বলে জানা গেছে।
মঙ্গলবারের হামলা করার জন্য আগে থেকেই বৈসরনে এসেছিল জঙ্গিরা। ওই এলাকায় রেইকিও চালায় তারা। ওই এলাকা চিনার এবং পাইন গাছ ঘেরা জনমানবহীন তা বুঝে গেছিল হামলাকারীরা অর্থাৎ হামলা ঘটানোর সঙ্গে সঙ্গে পুলিশ বা নিরাপত্তা বাহিনীর ওই এলাকায় পৌছতে যে অনেকটা সময় লাগবে তা বুঝে ছক কষে নেয় তারা। ব্লু-প্রিন্ট তৈরি করে মঙ্গলবার দুপুরে এলোপাথারি গুলি চালিয়ে পর্যটকদের খুন করে জঙ্গিরা। এই ঘটনার জন্য পাক সেনাবাহিনী ও পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে দায়ী করা হচ্ছে যা লস্কর-ই-তৈবার সঙ্গে হাত মিলিয়ে এই হামলা চালিয়েছে।
৪ জঙ্গির যে ছবি সামনে এসেছে, সেই ছবিতে দেখা গেছে ৪ জঙ্গির হাতে একে-৪৭। তারা যখন পর্যটকদের ওপর হামলা করে সেই সময়ে তাদের শরীরে বাঁধা ছিল লাইভ বডি ক্যামেরা। গোটা ঘটনা ধরা পড়েছে সেই ক্যামেরায়। বৈসরণ উপত্যকায় হামলার ঘটনায় প্রাথমিকভাবে ৪ হামলাকারীর ছবি সামনে এলেও জঙ্গির সংখ্যা আরও বেশি ছিল বলেই দাবি পর্যটকদের। ৪ হামলাকারীর ছবি প্রকাশ্যে এলেও ৩ জনের স্কেচ প্রকাশ করেছে এনআইএ। যাঁরা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদের বয়ান অনুযায়ী এই স্কেচ তৈরি করা হয়েছে। ছবি ও তিনজনের স্কেচ আইবি, সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে সার্কুলেট করা হয়েছে।