সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- পহেলগাঁও নারকীয় হত্যালীলার পরের দিন, বুধবার সকালে কাশ্মীরের বারামুলা জেলার উরিতে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করে ২ জঙ্গি। হাতেনাতে তাদের নিকেশ করে ভারতীয় সেনাবাহিনী।
বুধবার ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। ২ জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ পাওয়া গেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বুধবার অন্তত ২-৩ জন জঙ্গি বারামুলা জেলার উরিতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় পৌছয় ভারতীয় সেনা। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলতে থাকে ২ পক্ষের মধ্যে। সংঘর্ষে ২ জঙ্গির মৃত্যু হয়। পহেলগাঁওয়ে মঙ্গলবার দুপুরের জঙ্গি হামলায় প্রাণ হারায় বহু পর্যটক। নিহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিন বাসিন্দা। আহতদের তালিকাটাও নেহাতই কম নয়। মঙ্গলবার রাতেই হামলার দায় স্বীকার করে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন “দ্যা রেসিস্ট্যান্স ফ্রন্ট” (টিআরএফ)। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সকালে তিনি পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন। মৃতদের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। গোটা ঘটনা খতিয়ে দেখছে এনআইএ।