সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- এবার আর নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্স না, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নতুন ঠিকানা নিউটাউন অ্যাকশন এরিয়া ৩-এর এনবিসিসি (NBCC) স্কোয়ার। নিউটাউনের ঝাঁ চকচকে কর্পোরেট চেহারার এই বহুতলে স্থানান্তরিত হতে চলেছে সিবিআইয়ের ঠিকানা। সব ঠিক থাকলে নববর্ষ থেকে এই অফিসেই শুরু হবে সিবিআইয়ের নতুন পথ চলা। ১৪ তলার এই সুবিশাল বহুতলের ৪ টি তলা নিয়ে হচ্ছে সিবিআইয়ের অফিস। এবার এক ছাতার তলে থেকে কাজ করবে সিবিআইয়ের শাখা। থাকবে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (ACB), স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ (SCB), ইকনমিক অফেন্স ব্রাঞ্চ (EOB), ব্যাঙ্ক সিকিউরিটিস এন্ড ফ্রড ব্রাঞ্চ (BSFB). নতুন অফিস তৈরি হওয়ার পর থেকেই গত কয়েকদিন ধরে নিজাম প্যালেস ও সিজিও কমপ্লেক্স থেকে গুরুত্বপূর্ণ মামলার নথিপত্রসহ যাবতীয় সামগ্রী সরানো হচ্ছে নিউটাউনে। ঊর্ধ্বতন আধিকারিক থেকে নিচের তলার কর্মীরা সবাই রীতিমতো ব্যস্ত নতুন অফিসে ঠিকানা বদলের কাজে। গুরুত্বপূর্ণ সমস্ত সামগ্রী যাতে সঠিকভাবে নতুন ঠিকানায় পৌছয় সেদিকে নিশ্চিত করতে নজর দেওয়া হচ্ছে।
এতদিন নিজাম প্যালেস এবং সিজিও কমপ্লেক্স, এই দুটি ঠিকানা থেকে কাজ করত সিবিআই কলকাতা। শুধুমাত্র এসিবি (ACB) বা অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ ছিল নিজাম প্যালেসে এবং বাকি ব্রাঞ্চগুলি ছিল সিজিও কমপ্লেক্সে। নতুন ঠিকানায় স্থানান্তরের পরিকল্পনা অনেকদিন ধরেই ছিল সিবিআইয়ের। সেই মতো গতবছর সিবিআইয়ের ডিরেক্টর দিল্লি থেকে এসে নিউটাউনের এই নতুন অফিস পছন্দ করে যান বলে সিবিআই সূত্রে জানা গেছে। এরপরেই শুরু হয় স্থানান্তরের প্রক্রিয়া। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্স থেকে এনবিসিসি (NBCC) স্কোয়ারে চলে গিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। এনআইএ অফিসে প্রহরায় রয়েছে সিআরপিএফ জওয়ান। নতুন এই সিবিআই অফিসে প্রায় ৩৫ জন সিআরপিএফ জওয়ান সর্বক্ষণ প্রহরায় থাকবে। তাদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে NBCC স্কোয়ারে। তবে সব শাখাকে এক জায়গায় করায় অনেক কর্মীরই বাড়ি থেকে যাওয়া আসাতে অসুবিধে হচ্ছে, যা নিয়ে চাপা ক্ষোভ রয়েছে তাদের মধ্যে। তবে কেন্দ্রের প্রত্যেকটি এজেন্সি এক ছাতার তলে থাকলে কাজে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে সিবিআই আধিকারিকরা। নতুন এই অফিস বিল্ডিং আদ্যোপান্ত কর্পোরেট বিল্ডিং হওয়ায় নানান রকমের সুযোগ সুবিধা থাকছে এই বহুতলে।