Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • ‘জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এই জঙ্গিহানার তীব্র নিন্দা করছি। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাই। প্রার্থনা করি, আহতেরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। সব রকমের সাহায্য করা হবে।’ পোস্ট প্রধানমন্ত্রীর।
  • কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। এই হিংসার ঘটনা নিন্দনীয় এবং অবশ্যই শাস্তিযোগ্য। এক্স হ্যান্ডলে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার তদন্ত করবে NIA। মঙ্গলবার রাতেই ঘটনাস্থলে যাচ্ছেন NIA আধিকারিকরা।
  • কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গিহামলা। অন্ততনাগের পহেলগাঁওয়ের ঘটনা। মৃত ২০ পর্যটক। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। প্রায় ৫০ রাউন্ড গুলি চালায় জঙ্গিরা। প্রধানমন্ত্রীর নির্দেশে পহেলগাঁও গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • গুজরাতে বিমান দুর্ঘটনা। প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল বিমান। দুর্ঘটনায় মৃত্যু এক পাইলটের।
  • শোভন-রত্না বিবাহ বিচ্ছেদের মামলা গড়াল সুপ্রিম কোর্টে। রত্না চট্টোপাধ্যায়ের আবেদন গ্রহণ করল শীর্ষ আদালত।
  • চাকরিহারা শিক্ষকদের স্কুলে ফেরার বার্তা ব্রাত্য বসুর। আশ্বাস দিলেন বেতন নিয়েও। শিক্ষামন্ত্রী বললেন, ‘স্কুলে যান, ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতন নিশ্চিত।’ 
  • মুর্শিদাবাদ নিয়ে চক্রান্ত ফাঁস করব। কিছু স্থানীয় লোককে সঙ্গে নিয়ে বহিরাগতদের এনে হামলা। মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাব : মমতা বন্দ্যোপাধ্যায়। 
  • ‘বাংলায় কয়েকটা লোক আছে। টিচারদের চাকরি খায়। কিল খায় আর কিল করে।’ নাম না করে বিকাশরঞ্জন ভট্টাচার্য়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের কটাক্ষ মমতার।
  • আমরা চাকরি দেব। আর ওরা চাকরি খাবে। যাঁরা চাকরি খেয়েছে তাঁদের উপর ভরসা করবেন না। চাকরি বাতিল ইস্যুতে ফের বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর।
  • আপনারা স্কুলে যান। বেতন পাবেন। নিশ্চিন্তে ক্লাস করুন। আমি চাই না রাজ্যে বেকার বাড়ুক। চাকরিহারা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
  • দু’দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী। সৌদির যুবরাজ সলমনের আমন্ত্রণে এই সফর। প্রতিরক্ষা, শক্তি সহ দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে আলোচনার সম্ভাবনা।
  • মার্কিন শুল্ক যুদ্ধের মাঝেই সরগরম বিশ্ব। নতুন অ-পরমানু হাইড্রোজেন বোমা টিএনটি বিস্ফোরকের চেয়ে ১৫ গুণ বেশি শক্তিশালী। চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের তৈরি বোমায় অবাক বিশ্ব।
  • বিশ্বকে চমকে দিয়ে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চিনের। এই বোমা পারমাণবিক নয়। এটি নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি ক্লিন এনার্জি।
  • New Date 2025-4-23
  • New Time 07:28:42 AM
কৃষি জমিতে রমরমিয়ে চলছে অবৈধ পাথর খাদান। ডিএমকে তদন্তের নির্দেশ।

9
April 2025

কৃষি জমিতে রমরমিয়ে চলছে অবৈধ পাথর খাদান। ডিএমকে তদন্তের নির্দেশ।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত তারাচুয়া মৌজায় বছরের পর বছর ধরে আদিবাসীদের ফসলী কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে পাথর উত্তোলন ও খাদানের ব্যবসা চালিয়ে যাচ্ছে পাথর মাফিয়ারা বলে অভিযোগ। এবং শুধু তাই নয়, তাদের আরও অভিযোগ একের পর এক কৃষি জমি নষ্ট করছে , অথচ রাজ্য সরকারের কাছে এ ধরণের কাজে কোন অনুমতি নেয়নি

প্রাকৃতিক ভারসাম্য কেই নষ্ট করছে শুধু নয়, এক ফসলি দু ফসলি জমিও নষ্ট করে দিচ্ছে এই পাথর মাফিয়ারা। যার জেরে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাশাপাশি তাঁরা ভূমিহীন হয়েও পড়ছেন।রাজ্য সরকারের অনুমতিহীন বেআইনি পাথর খাদান তৈরি করায় বিরাট অংকের আর্থিক ক্ষতি পর্যন্ত সরকারের।

মামলাকারী চাঁদ হালদার, বাসুমনি মান্ডি, চন্ডী কিসকু ও রবি হাসদারদের পক্ষের আইনজীবী আশীষ কুমার চৌধুরীর অভিযোগ, কিছু কিছু জমির মালিকদের সঙ্গে পাথর মাফিয়ারা যুক্ত হয়ে আদিবাসী সম্প্রদায়ের জমি বলপূর্বক কেড়ে নেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনের কে জানিও এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে তারা কোনরকম কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। নিম্ন আদালতে জমির চরিত্র পরিবর্তন না করা নির্দেশিকা কে অমান্য করেই পাথর মাফিয়ারা দিনের পর দিন পাথর উত্তোলন করছে। যে কারণে হাইকোর্টে দ্বারস্থ হতে হয়েছে তাঁদের।

হাইকোর্টের বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে মামলা শুনানি চলাকালীন মামলাকারীর পক্ষে আইনজীবী আশীষ কুমার চৌধুরী আরও জানিয়েছেন, কোন জায়গায় পাথর উত্তোলন বা পাথর খাদান করতে হলে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের নির্দিষ্ট আইন মেনে এবং বিশেষ করে সংশ্লিষ্ট রাজ্য সরকারের থেকে আইনি অনুমতি নিয়েই এই ধরনের পাথর খাদান এবং পাথর উত্তোলনের কাজ করতে পারে। কিন্তু সেই সমস্ত আইন নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অন্যায় ভাবে যারা এই কাজের সাথে যুক্ত তাদের আইনি শাস্তির বিধান রয়েছে । কিন্তু রাজ্যের ভূমি রাজস্ব দপ্তরও ভূমি সংস্কার দফতরের একাংশের যোগ সাজসে পাথর মাফিয়ারা এভাবেই রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে, যে কারণে বিরাট অংকের ক্ষতির মুখে রাজ্য সরকার। যে কারণে আদিবাসীদের জীবন জীবিকা আজ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে তাই আদালতের এবিষয়ে হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে।

বিচারপতি পার্থসারথি সেন বিস্ময় প্রকাশ করে জানান, রাজ্য সরকারের অনুমতি ছাড়া এই ধরনের অবৈধ কাজ কোনভাবেই সম্ভব নয়। মাইনিং অ্যাক্ট না মেনেই কিভাবে ধরনের খাদানের কাজ করে চলেছে অসাধু ব্যবসায়ীরা? বীরভূম জেলার ডিএমকে নির্দেশ একজন উচ্চপদস্থ আধিকারিকে নিয়োগ করে তদন্ত করতে হবে। যদি এই ধরনের কোন কাজ রাজ্যের অনুমতি ছাড়াই চলে তা অবিলম্বে বন্ধ করে দিতে হবে।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election