রবিবার সকালে আরব সাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে যুদ্ধের মহড়া দিল ভারতীয় নৌ বাহিনী। নৌসেনার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, মহড়া সফল হয়েছে। নৌবাহিনীর সব ধরনের যুদ্ধ জাহাজ মহড়ায় অংশ নেয়।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- করাচি উপকূলে ক্ষেপনাস্ত্র পরীক্ষা প্রস্তুতির আগেই ২৪শে এপ্রিল আইএনএস সুরাট থেকে সফলভাবে ক্ষেপনাস্ত্র পরীক্ষা হয়। এবার আরও প্রকট হল যুদ্ধের মহড়া। রবিবার সকালে আরব সাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে যুদ্ধের মহড়া দিল ভারতীয় নৌ বাহিনী। নৌসেনার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, মহড়া সফল হয়েছে। নৌবাহিনীর সব ধরনের যুদ্ধ জাহাজ মহড়ায় অংশ নেয়। আইএনএস কোচি, আইএনএস বিশাখাপত্তনম, আইএনএস কলকাতার মতো যুদ্ধ জাহাজের পাশাপাশি এয়ার ক্রাফট বহন করতে পারা আইএনএস বিক্রান্ত বা আইএনএস বিক্রমাদিত্যও এই মহড়ায় যোগ দেয়। এই ধরণের রণতরী মিগ, তেজস, রাফায়েলের মতো এয়ার ক্রাফট ল্যান্ড করতে পারে। শত্রুকে মোকাবিলায় বাহিনী প্রস্তুত, তা আরও একবার জানান দিতে চলছে জোরকদমে মহড়া। রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে পর্যটক হত্যা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, অপরাধী ও ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে। ইতিমধ্যেই এই হত্যার দায় দেওয়া হয়েছে পাকিস্তানকে। ছেদ পড়েছে দুই দেশের সম্পর্কে। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি এবং একই সঙ্গে নৌবাহিনীর মহড়া, যা যুদ্ধ বা সার্জিকাল স্ট্রাইকের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছে না। ইতিমধ্যে রাজস্থানে ভারতের আর্মি অর্থাৎ স্থল সেনাও মহড়া শুরু করেছে। কাশ্মীরে ভারত-পাক সীমান্তে উড়ছে যুদ্ধ বিমান। ইতিহাস ঘাঁটলে দেখা যায় পূর্বে এই পরিস্থিতিতে পাকিস্তান মিত্র শক্তি হিসাবে চিনকে পাশে পেয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি অন্য। ভারত-চিনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে আবার নতুন করে মৈত্রী সম্পর্ক গড়ছে দুই দেশ বলে মত বিশেষজ্ঞদের। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় কড়া নিন্দা করেছে ভারতে চিনের দূতাবাস। এই পরিস্থিতিতে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও ভারতের জন্য অনুকূল। পহেলগাঁওয়ে ২৬ পর্যটকের উপর হামলা হওয়ার পরই দেশের ৩ বাহিনীর প্রধানের সঙ্গে কথা বলেন খোদ প্রধানমন্ত্রী। রবিবারের মহড়া নিয়ে নৌবাহিনী বলেছে, দেশের সমুদ্র সীমান্ত রক্ষায় নৌসেনা সদা প্রস্তুত। মহড়ায় যুদ্ধ জাহাজের প্রস্তুতি এবং গোলা বর্ষণ সফল হয়েছে।