পহেলগাঁও জঙ্গি হানার ঘটনার পর ছয় দিন পার। দেশ জুড়ে এখনও তীব্র ক্ষোভের আগুন। এরমধ্যেই সোমবার জম্মু কাশ্মীর বিধানসভার বিশেষ অধিবেশনে জঙ্গি হামলা নিয়ে রেজোলিউশন আনা হলো, যে রেজোলিউশনে এই হানাকে ‘কাশ্মীরিয়ৎ’ এর উপর হামলা বলে চিহ্নিত করা হয়েছে।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- শুক্রবার জম্মু কাশ্মীরের রাজভবন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিলো সোমবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছেন রাজ্যপাল। সেই মোতাবেক এদিন বেলা সাড়ে দশটায় জম্মুতে বিধানসভা ভবনে বিশেষ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই পহেলগাঁও এ জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সরকারি রেজোলিউশন পাঠ করেন জম্মু ও কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) সুরিন্দর চৌধুরী। সেখানেই তিনি বলেন, “পহেলগাঁও এ এই হামলা আসলে ‘কাশ্মীরিয়ৎ’ এর উপর হামলা।” রেজোলিউশন এর প্রথমেই উপ মুখ্যমন্ত্রী বলেন, “এই বিধানসভা (জম্মু ও কাশ্মীর বিধানসভা) নিশ্চিত করছে জম্মু কাশ্মীর শান্তি, প্রগতি ও সবাইকে নিয়ে চলার পথেই থাকবে এবং যেসব শক্তি এই রাজ্য তথা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রগতির বিরোধীতা করছে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।” তিনি আরও বলেন, “এই ঘটনার পর যেভাবে কাশ্মীরের প্রতিটি গ্রাম, শহর বিক্ষোভের শামিল হয়েছে, যেভাবে নিঃস্বার্থভাবে পর্যটকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, তা প্রমাণ করে শান্তি সম্প্রীতি ও আইনের শাসনের প্রতি কাশ্মীর বাসীর সমর্থনকেই।
আদিল শাহ নামক যে টাট্টু চালক ২২ তারিখ জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাঁকে শহীদ তকমা দিয়ে ডেপুটি চিফ মিনিস্টার সুরিন্দর চৌধুরী বলেন, “শহীদ আদিল হোসেন শাহ, যিনি পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে মারা গিয়েছেন, তিনি আগামী প্রজন্মের কাছে নিদর্শন হয়ে থাকবেন।”