একধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০টাকা। এর পাশাপাশি দাম বাড়ছে পেট্রোল ডিজেলেরও। কলকাতায় ১৪ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হল ৮৭৯ টাকা।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: একদিকে যখন জ্বাল ওষুধের রমরমা, মানুষ ওষুধ কিনতে গিয়ে ভয় পাচ্ছেন, যখন ওষুধের দাম বেড়ে গিয়েছে, আয় ব্যয়ের সামঞ্জস্য রাখতে পারছেন না সাধারণ মানুষ, তখন ফের মাথায় হাত মধ্যবিত্তের। কারণ একধাক্কায় গ্যাসের দাম বাড়ল ৫০টাকা। এর পাশাপাশি উজ্বলা যোজনার আওতাভুক্তদেরও গুনতে হবে এই বাড়তি টাকা।
সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এতদিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে ৫০০ টাকা দিতে হত। দামবৃদ্ধির ফলে তাদের ৫৫০ টাকা করে দিতে হবে। অন্য ক্রেতাদের এত দিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে দিতে হত ৮০৩ টাকা। দামবৃদ্ধির ফলে তাঁদের দিতে হবে ৮৫৩ টাকা। তিনি আরও জানিয়েছেন, প্রতি দু’ থেকে তিন সপ্তাহ অন্তর জ্বালানি এবং এলপিজির দাম পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনা করেই এলপিজির দামবৃদ্ধি করা হয়েছে।
এর পাশাপাশি পেট্রল এবং ডিজেলের উপরেও দু’টাকা করে শুল্কবৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার ফলে দাম বাড়ছে পেট্রোল ডিজেলেরও। কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন পেট্রোল এবং ডিজেলের উপর এই আবগারি শুল্ক বৃদ্ধি দেশবাসীর উপর বোঝা চাপানোর জন্য নয় বরং ভর্তুকিবিহীন গ্যাসের দামের কারণে তেল বিপণন সংস্থাগুলির ৪৩,০০০ কোটি টাকার ক্ষতি পূরণে সহায়তা করার জন্যই এই পদক্ষেপ।