ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: এ আই (AI) প্রযুক্তি যখন নব প্রজন্মকে দিশা দেখাচ্ছে তখন সুন্দরবন অঞ্চলের ছাত্র ছাত্রীদের কাছে কম্পিউটার শেখা যেন বিলাসিতা। তাই প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য এগিয়ে এলো Resurrection নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
শিক্ষা বর্তমান যুগে কতটা প্রয়োজন সে কথা মাথায় রেখেই G plot, k plot, L plot এই বদ্বীপ গুলি সুন্দরবন এলাকার অত্যন্ত অভ্যন্তরীন এলাকা, এসব এলাকার পরই বঙ্গপোসাগর শুরু, সব এলাকায় পড়ুয়া ছাত্র ছাত্রী প্রচুর সংখ্যায় থাকলেও কোনো computer শিক্ষা কেন্দ্র নেই। সেই সমস্ত এলাকায় computer প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হল।
বর্তমান যুগে কতটা প্রয়োজনীয় কম্পিউটার?যে কোনো চাকরি বা ব্যবসা ক্ষেত্রে computer এর ব্যবহার অপরিহার্য কি?শিক্ষার অধিকার মানুষের জন্মগত অধিকার। এই বার্তাই শুধু নয়, হাতে খড়ি দিয়েই শুরু হল computer প্রশিক্ষণ।
এই পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠন G plot গোবরধনপুরে একটি computer শিক্ষা কেন্দ্র শুরু করেছেন, যেখানে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেনীর ছাত্র ছাত্রীদের সপ্তাহে দুদিন করে computer এর প্রাথমিক শিক্ষা দান চালু হয়েছে ।
এলাকার বাসিন্দারা প্রায় সকলেই কৃষিজীবী এবং মৎস্যজীবী । এদের সন্তানদের মধ্যে যাঁরা কম্পিউটার শিক্ষা নিতে ইচ্ছুক, তাঁদের এক ঘন্টার নদীপথ পেরিয়ে পাথরপ্রতিমায় আসতে হয়। কিন্তু এখন Resurrection এর এই প্রয়াসে স্থানীয় ছাত্র ছাত্রীদের অনেক সুবিধা হয়েছে।
এছাড়াও Resurrection এর তৈরী এই বাড়ি এ গত বছর রেমাল এবং ডানা নামক ভয়ঙ্কর ঝড়ের সময় এলাকার বহু মানুষ এই কেন্দ্রে আশ্রয় নেন এবং নিরাপদে থাকেন। শিক্ষা কেন্দ্র টি দূর্গত মানুষের আশ্রয়ের আদলে তৈরী বলে ভবিষ্যতে এক্কেবারে সমুদ্রের তীরবর্তী বন্যা কবলিত এই অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়ের ঠিকানা আমাদের এই কেন্দ্র ।
প্রসঙ্গত উল্লেখ্য, g plot গোবরধনপুরে এলাকার কাছাকাছি কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে দুর্গত মনুষের আশ্রয় কেন্দ্রে নেই।আমফান, ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগে খুবই ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছিলো এবং অন্যান্য ঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও, এই এলাকায় ঝড়ের প্রকোপ বিশেষ ভাবে প্রতি বার ই দেখা যায় ।