পহেলগাঁওয়ে জঙ্গি হানার ঘটনায় সারা দেশ স্তম্ভিত। সারা দেশ ক্ষুব্ধ। কেন্দ্র সরকার ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সর্বদলীয় বৈঠকে কেন্দ্রের সব পদক্ষেপকেই সমর্থন করার কথা জানিয়েছেন এমনকি বিরোধী রাজনৈতিক দলের নেতারাও। এই অবস্থায় সোমবার জম্মু কাশ্মীর (Jammu and Kashmir) বিধানসভার বিশেষ অধিবেশন ডাকলেন উপরাজ্যপাল (Lieutenant) মনোজ সিনহা। হঠাৎ করে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কেন এখন অধিবেশন ডাকলেন উপরাজ্যপাল, বিশেষ কোনো ঘোষণা কি হতে পারে ওইদিন ? চলছে জল্পনা।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- শুক্রবার জম্মু কাশ্মীর বিধানসভার সচিবালয় থেকে একটি বিজ্ঞপ্তি (SUMMON) জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপালের সম্মতি নিয়ে ২৪ (এপ্রিল) এই অর্ডার ইস্যু করা হচ্ছে। অর্ডারে বলা হয়েছে, আগামি সোমবার ২৮/০৪/২৫ তারিখ বেলা সাড়ে দশটায় জম্মু ও কাশ্মীর বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। অধিবেশনে সমস্ত বিধায়কদের উপস্থিত থাকার কথাও বলা হয়েছে অর্ডারে। পহেলগাঁও এ জঙ্গি হামলার ঘটনার পর অবশ্য মনে করা হচ্ছিল যে রাজ্য বিধানসভার অধিবেশন ডাকা হতে পারে।তবে এত তাড়াতাড়ি অধিবেশন না ডেকে হয়তো কিছুটা সময় নিয়ে তারপরই অধিবেশন ডাকা হবে বলেই মনে করা হচ্ছিল।
জঙ্গি হামলার ছয় দিনের মাথায় বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ফলে একটা জিনিষ পরিষ্কার যে এই অধিবেশনে সদ্য পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে এবং এই হামলার কঠোর নিন্দা করে কোনো প্রস্তাব আনা হতে পারে। যদিও কেউ কেউ মনে করছেন এসবের পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর (PoK) নিয়ে কেন্দ্র সরকারের কোনো সিদ্ধান্তের বিষয়ে হয়তো কেন্দ্রশাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রীসভা ও সব বিধায়কদের ওয়াকিবহাল করার জন্যই কেন্দ্রের নির্দেশে উপরাজ্যপাল এই অধিবেশন ডেকেছেন।