সোমবার ভোরেও গুলি চালিয়েছে পাক সেনা। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কুপওয়ারা এবং পুঞ্চ সেক্টরে চলেছে গুলি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়নি গুলি চালানো। এখনও পর্যন্ত এই গুলির লড়াই অব্যাহত।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর হঠাৎ করেই অতি সক্রিয়। সেদিনের পর থেকে রাত হলেই ভারত-পাক সীমান্তে পাকিস্তানের তরফ থেকে গোলা-গুলির শব্দ শোনা যাচ্ছে। দিনের পর দিন ক্রমাগত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনাবাহিনী। পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই সীমান্তে উত্তেজনা বেড়েছে পাকিস্তানের তরফ থেকে। টানা বেশ কয়েকদিন ধরে চলছে গুলিবর্ষণের ঘটনা। গত শনিবার রাতে তুতমারি গলি এবং রামপুর সেক্টরে গুলির লড়াই হয়। তার আগে বান্দিপোরা, কুপওয়ারাসহ বিভিন্ন এলাকায় সেনার সঙ্গে গুলির লড়াই হয়েছে জঙ্গিদের। এরই মধ্যে এলওসি-তে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে পাক বাহিনী। তবে পাক সেনাদের যোগ্য জবাব দিছে ভারতীয় সেনাবাহিনীও।