গোটা দেশ কাশ্মীর হামলাকে কেন্দ্র করে উত্তাল। সকলেই চাইছেন উপযুক্ত জবাব দিক ভারত। এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যকে কেন্দ্র করে চলছে জল্পনা কারণ তিনি জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই যোগ্য জবাব দেবে ভারত।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: তিন সেনাপ্রধানদের সঙ্গে বুধবার এক উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজনাথ সিং আর তার পরেই রীতিমতো হুঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। তিনি জানালেন, কেউ রেহাই পাবে না। শুধু হামলাকারীদের বিরুদ্ধেই নয়, নেপথ্যে থাকা মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তার এই বক্তব্যের পরেই চলছে জল্পনা তবে কি বুধবারই আরও একবার জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে সেনা? রাজনাথের গর্জনের পর সেই জল্পনাই এখন তুঙ্গে। পুলওয়ামা হামলার পরেও এভাবেই জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল তাই ফের কি ফিরবে সেই স্মৃতি।
বুধবার সকালে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই এক্স হ্যান্ডলে লেখেন, ‘ভারত সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবে না। রেহাই পাবে না এই নৃশংস জঙ্গি হামলার অপরাধীরা।’ জঙ্গিদের যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বুধবার সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে পহেলগাঁও এবং কাশ্মীরের বর্তমান পরিস্থিতির কথা জানান সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। তাঁর সঙ্গে ছিলেন পদাতিক, বিমান এবং নৌবাহিনীর প্রধানরাও। ফলে ভারতের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে সকলেই।