সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- শিশুদের আর্থিক দিক থেকে আত্মসচেতন করতে বড় সিদ্ধান্ত আরবিআই (RBI) এর। এখন থেকে ১০ বছর বা তার বেশি বয়সী শিশুরা নিজেই নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে এবং পরিচালনা করতে পারবে, এমনটাই ঘোষণা করেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। আরবিআইয়ের এই নতুন সিদ্ধান্তের ফলে, শিশুরা অভিভাবকের সাহায্য ছাড়াই সেভিংস বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে। এই নির্দেশনা আগামী ১লা জুলাই, ২০২৫ থেকে কার্যকর হবে এবং সমস্ত বাণিজ্যিক ও সমবায় ব্যাঙ্কগুলির জন্য প্রযোজ্য। তবে ব্যাঙ্কগুলোকে আগামী ১লা জুলাইয়ের মধ্যে তাদের অভ্যন্তরীণ নীতি আরবিআইয়ের নতুন নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বলা হয়েছে।
কী কী সুবিধা পাবে শিশুরা?
১০ বছর বা তার বেশি বয়সী শিশুরা নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারবে এবং পরিচালনা করতে পারবে। ব্যাঙ্কের ঝুঁকি ব্যবস্থাপনা নীতির আওতায় শিশুরা পাবে ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড এবং চেকবুকের মতো সুবিধা। তবে এই সকল সুবিধা নির্ধারিত হবে গ্রাহকের উপযুক্ততা ও ব্যাঙ্কের ঝুঁকি নীতির ভিত্তিতে। এছাড়াও শিশুরা তাঁদের অভিভাবকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে, যেখানে মা-কে অভিভাবক হিসেবে গ্রহণ করার বিষয়টি পুনরায় নিশ্চিত করা হয়েছে। ১৮ বছর পূর্ণ হলে, ওই অ্যাকাউন্টধারীকে নতুন স্বাক্ষর নমুনা ও পরিচালনার নির্দেশনা জমা দিতে হবে এবং পূর্বে পরিচালিত অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করতে হবে।
কেন এই সিদ্ধান্ত?
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ শিশুদের আর্থিক স্বাধীনতা এবং সচেতনতা বৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে শিশুরা আরও সহজে ব্যাঙ্কিং সেবা পাবে এবং আর্থিক ব্যবস্থাপনায় আগ্রহী হবে, যা ভবিষ্যতে তাদের জীবনযাত্রায় সহায়ক হতে পারে।