কাশ্মীরে জঙ্গি হামলাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। বদলা চাইছেন সকলেই। এই আবহেই এক বড় সিদ্ধান্ত নিলেন ভাইজান সলমান খান। বাতিল করলেন ব্রিটেন সফর।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: ব্রিটেনের মাটিতে আপাতত স্থগিত দ্য বলিউড বিগ ওয়ান শো’। ইনস্টাগ্রামে নিজে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে উল্লেখ্য যে এই জঙ্গি হামলার নিন্দা করে আগেই বার্তা দিয়েছিলেন সলমন খান। তবে এবার নিলেন পদক্ষেপ।
সোমবার ইনস্টাগ্রামে মে মাসে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ সম্পর্কে একটি আপডেট শেয়ার করেন সলমান। অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করেন ভাইজান, যেখানে বড় বড় করে লেখা রয়েছে ‘স্থগিত’। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘কাশ্মীরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়ে দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, আগামী ৪ ও ৫ মে ম্যানচেস্টার এবং লন্ডনে নির্ধারিত ‘দ্যা বলিউড বিগ ওয়ান শো’ স্থগিত রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’
আরও লেখা ছিল, ‘আমরা বুঝতে পারছি আমাদের ভক্তরা এই অনুষ্ঠানের জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, কিন্তু আমরা মনে করি এই শোকের সময়ে এই সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। আমাদের এই সিদ্ধান্তের ফলে যদি কোনও হতাশা বা অসুবিধা সৃষ্টি হয় তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। অনুষ্ঠানের নতুন তারিখ শীঘ্র ঘোষণা করা হবে।’