আরজিকর কাণ্ডের প্রতিবাদ করে গান গেয়েছিলেন অরিজিৎ সিং। গানের সুরে প্রশ্ন তুলেছিলেন আর কবে? সেই সময় কলকাতায় কনসার্ট বাতিল করেছিলেন শ্রেয়া ঘোষাল। এবার কাশ্মীর হামলার প্রতিবাদেও সেই একই কাজ করলেন শ্রেয়া এবং অরিজিৎ।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: অল টাইম ট্যুরে সুরাটে অংশ নেওয়ার কথা ছিল শ্রেয়া ঘোষালের। পহেলগাঁওয়ে হামলার পর অনুষ্ঠানের আয়োজকরাও চাননি এই অবস্থায় অনুষ্ঠান করতে তাই ইনস্টাগ্রামে পোস্ট করে জানান এই কথা। যে পোস্টে উল্লেখ ছিল যে আয়োজক ও গায়িকা শ্রেয়া ঘোষাল একসঙ্গে অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে, পহেলগাঁও হামলার ঘটনা ছড়িয়ে পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শ্রেয়া। জানিয়েছিলেন তাঁর রাগ, ক্ষোভ ও দুঃখের কথা। বার্তা দিয়েছিলেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে থাকার। আর এবার, নিজের শো বাতিল করে দিলেন শ্রেয়া।
গত ২৭ এপ্রিল চেন্নাইয়ে কনসার্ট ছিল গায়ক অরিজিৎ সিংয়ের কিন্তু এতগুলো প্রাণ অকালে চলে যাওয়ার এই আবহে সেই অনুষ্ঠান বাতিল করেন তিনি ৷ ওই অনুষ্ঠানের আয়োজকদের তরফেও টিকিটের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ৷ একই আশ্বাস দিয়েছেন শ্রেয়ার আয়োজকরাও। তারাও জানিয়েছেন টাকা ফেরত দেওয়া হবে। সেই টাকা সরাসরি পৌঁছে যাবে ক্রেতাদের অ্যাকাউন্টে। আয়োজকদের তরফে এমন ঘোষণার পরই শ্রোতা-অনুরাগীরা গায়িকা এবং তাদের সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন।