সাম্প্রতিক অতীতে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, অধিকাংশ মামলাতেই সরকারের বিপক্ষে রায় দিয়েছেন মাননীয় বিচারপতিরা। মুখ্যমন্ত্রী মনে করছেন সরকারের বক্তব্য সঠিকভাবে কোর্টকে না বোঝাতে পারার জন্যই ফল বিপক্ষে যাচ্ছে। তাই আইনমন্ত্রী থাকলেও আলাদা করে মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী। যাঁদের কাজ হবে সরকারের বিরুদ্ধে হওয়া মামলার গতিপ্রকৃতির দিকে দৃষ্টি রেখে সরকারের পক্ষে রায় আনার বিষয়ে সাহায্য করা।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- সরকারের বিরুদ্ধে হওয়া মামলায় অনেক ক্ষেত্রেই সরকারের বিরুদ্ধে রায় যায়।হাই কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, বারবার কেন সরকারের বিরুদ্ধে রায় দেন বিচারপতিরা ? সরকারি আইনজীবীরা কি বিচারপতিদের সন্তুষ্ট (তথ্য দিয়ে) করতে পারেন না ? আগেও এই বিষয় নিয়ে অনেকবার নিজের উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এবার একেবারে মন্ত্রীদের নিয়ে কমিটি গঠন করে দিলেন তিনি। কমিটির তত্বাবধানে থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ।
মন্ত্রীদের মধ্যে কারা থাকছেন এই কমিটিতে ? নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এই কমিটিতে যে ছয়জন মন্ত্রী কে রেখেছেন তাঁরা হলেন আইন মন্ত্রী মলয় ঘটক, রয়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, ব্রাত্য বসু। কি করবেন এই মন্ত্রীরা ? সূত্রের খবর, সরকারের বিভিন্ন দফতরের বিরুদ্ধে বিভিন্ন কোর্টে চলা মামলাগুলোর উপর নজরদারি করবেন এই মন্ত্রীরা। নজরদারি বলতে, মামলার বর্তমান পরিস্থিতি কি, মামলার প্রেক্ষিতে সরকারের বক্তব্য বলিষ্ঠ আকারে এবং তথ্য প্রমাণ সহ যুক্তিযুক্ত ভাবে কোর্টের কাছে যাতে পেশ করা হয়, সেই বিষয়টি দেখবেন। মুখ্যসচিব মনোজ পন্থ সরকারের বিভিন্ন দফতরের বিরুদ্ধে হওয়া মামলার গতিপ্রকৃতি অবহিত করবেন এবং প্রতিটি মামলা ধরে ধরে সরকারের কর্তব্য স্থির করবেন। যে সব আইনজীবী সরকারের পক্ষে মামলা লড়েন তাঁরা যেন সরকারের মনোভাব ও বক্তব্য সঠিকভাবে অবগত থাকেন, সেটা নিশ্চিত করাই হবে এই কমিটির অন্যতম কাজ।