সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- আধার কার্ডে এবার বড় আপডেট। আধারে এবার চালু হতে চলেছে স্মার্ট ফেস অথেনটিকেশন ফিচার। বিভিন্ন কাজের জন্য অর্থাৎ স্কুল-কলেজ-হোটেল বা অন্য যেকোনও জায়গায় পরিচয়পত্রের জন্য আধার কার্ডের সফট এবং হার্ড কপি চাওয়া হতো তবে এরপর থেকে তা আর লাগবে না। UIDAI পোর্টাল বা অ্যাপে আধার কার্ডে স্মার্ট ফেস অথেনটিকেশন ফিচার যুক্ত করেছে কেন্দ্রীয় ইলেকট্রিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক। এবার থেকে স্মার্টফোনের সাহায্যে মুখের স্ক্যান করলেই, সমস্ত আধার ডিটেলস বেরিয়ে আসবে। ইতিমধ্যে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অ্যাপটি চালু করেন। ডিজিটাল উদ্ভাবনের গুরুত্ব কতটা তা বিশ্লেষণ করে নতুন এই ফিচার কীভাবে মানুষের কাজে লাগবে এবং কীভাবে তা ব্যক্তি সুরক্ষায় কতটা গুরুপূর্ণ ভূমিকা নেবে তাও ব্যাখ্যা করা হয়ে এই অনুষ্ঠানে, যা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন খোদ মন্ত্রী।
নতুন এই ফিচারের মাধ্যমে আধার যাচাই করা বেশ সহজ হবে। ব্যক্তিগত তথ্য নিরাপদে থাকবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য প্রয়োজন শুধু স্মার্টফোনের। এখন থেকে আর কোনও ব্যক্তিকে আধার কার্ডের হার্ড বা সফট কপি দিতে হবে না। শুধু মাত্র স্মার্টফোনের সাহায্যেই কোনও ব্যক্তির মুখের স্ক্যান করে আধার নম্বর যাচাই করা যাবে। তবে প্রশ্ন হল, কীভাবে কাজ করবে এই ফিচার! আধার কার্ডের ফেস অথেনটিকেশন ব্যবহার করার জন্য প্রথমে নিজের স্মার্টফোনে নতুন আধার অ্যাপ ইনস্টল করতে হবে। নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে যাওয়ার পরে যে কোনও কারও মুখ স্ক্যান করে আধার যাচাই করা যাবে। সংশ্লিষ্ট ব্যক্তির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য স্মার্টফোনের স্ক্রিনে দেখা যাবে। তবে এখন আধার কার্ডের ফেস অথেনটিকেশন ফিচারটি বিটা টেস্টিং ভার্সনে পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষের এটি ব্যবহার করতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।