ভিড় সামলাতে উত্তর রেলওয়ের তরফে বিশেষ কয়েকটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কাটরা থেকে দিল্লি পর্যন্ত বিশেষ ট্রেন চালু করা হয়েছে। গত ২৩ এপ্রিল থেকে এই বিশেষ ট্রেন চলছে, যা রাত ৯টা ২০ মিনিটে কাটরা স্টেশন থেকে ছাড়বে। যাত্রীদের সুবিধার জন্য উধমপুর ও জম্মু-তাওয়াই স্টেশনেও থামবে এই ট্রেন। পরদিন সকাল ৯টা ৩০ মিনিটে দিল্লি পৌছবে এই ট্রেন। এছাড়াও শ্রীনগর-দিল্লি ও শ্রীনগর-মুম্বই রুটে চারটি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- পৃথিবীতে স্বর্গ যদি কোথাও থেকে থাকে তাহলে তা আছে কাশ্মীরে। ২২ তারিখের আগে পর্যন্ত খানিকটা এমনই ভাবত। তবে পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় ঘটা নাশকতার পরে মানুষ কাশ্মীর যাওয়া তো দূরঅস্ত বরং ওই এলাকা ছাড়তে পারলে স্বস্তি বোধ করছেন পর্যটকরা। সেদিনের হামলায় মৃত ২৬ পর্যটক। আহত প্রায় ২০। জঙ্গি হামলার পরে বন্ধ করা হয়েছে বৈসরণ উপত্যকা। পর্যটকদের ফিরে যাওয়ার আবেদন করা হয়েছে। এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব কাশ্মীর ছাড়তে চাইছে তাঁরা। ইতিমধ্যেই অতিরিক্ত বিমানের ব্যবস্থা করতে বলা হয়েছে। এবার অতিরিক্ত ট্রেনেরও ব্যবস্থা করা হল। এমতাবস্থায় প্রচুর মানুষ বিনা রিজার্ভেশনে ট্রেনে উঠছেন। ভিড় সামলে নেওয়া যাবে, প্রাণে বাঁচাটাই এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে তাঁদের কাছে বলে জানা যাচ্ছে। কাশ্মীর থেকে আসা ট্রেনগুলির ভিড় সামলাতে উত্তর রেলওয়ের তরফে বিশেষ কয়েকটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কাটরা থেকে দিল্লি পর্যন্ত বিশেষ ট্রেন চালু করা হয়েছে। গত ২৩ এপ্রিল থেকে এই বিশেষ ট্রেন চলছে, যা রাত ৯টা ২০ মিনিটে কাটরা স্টেশন থেকে ছাড়বে। যাত্রীদের সুবিধার জন্য উধমপুর ও জম্মু-তাওয়াই স্টেশনেও থামবে এই ট্রেন। পরদিন সকাল ৯টা ৩০ মিনিটে দিল্লি পৌছবে এই ট্রেন। এছাড়াও শ্রীনগর-দিল্লি ও শ্রীনগর-মুম্বই রুটে চারটি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। ভারতীয় রেলওয়ে এবং আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে উক্ত ট্রেনের সময়সূচি ও বুকিং করা যাবে।