অবশেষে ৫দিনের মাথায় এসএসসি ভবন ঘেরাও প্রত্যাহার করলেন আআন্দোলনকারীরা। তবে ক্লাসরুমে ফিরলেও লড়াই চলবে বলেই জানালেন তারা।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: ঘেরাও প্রত্যাহার হল তবে আগামী ২ দিন শহিদ মিনারে চলবে অবস্থান বিক্ষোভ। নথিপত্রের কাজ শেষ না হলে আবার হবে বিকাশ ভবন অভিযান। তবে সব ঠিক থাকলে সোমবার স্কুলে যাবেন তারা। তারা জানালেন, আংশিক ভাবে তাদের দাবি পূরণ হয়েছে। যে তালিকা প্রকাশের কথা তারা বলেছিলেন সেই মত ডিআই অফিসে তালিকা পাঠানো হয়েছিল তাতে তারা বেশ কিছু ভুল দেখেছেন এবং যোগ্যদের নাম অনেকেরই বাদ হয়েছে। আজ এবং কাল তারা সময় দিয়েছেন তা না হলে আবার বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেবেন। ৩০ তারিখ থেকে গরমের ছুটি পড়েছে তাই কোর্টের নির্দেশ মতো তাদের স্কুলে যাওয়াটা দরকার। তাই তারা এখন স্কুলে যাবেন তারপর আবারও আন্দোলন করবেন। এখন আপাতত এসএসসি ভবনের সামনে থেকে আন্দোলন প্রত্যাহার করছেন আর যেহেতু তাদের রিভিউ পিটিশনও করতে হবে তারভজন্য সমস্ত কিছু রেডি করতে হবে। শহিদ মিনারে আপাতত যাদের নাম আসেনি তাদের নিয়ে অবস্থান চলবে। শহিদ মিনারে আজ এবং কাল আন্দোলন চলবে। তারা বলেছেন বইতিমধ্যেই যাদের নাম আসেনি তাদের নাম সংগ্ৰহ করে আমরা চেয়ারম্যান কে জমা দিয়েছি এবং গতকাল টেন্ডেট মিছিল এখানে এসে আমাদের উপর আক্রমণ করা মন্তব্য করে। পুলিশের কাছে আমরা গেলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। দফায় দফায় ঝামেলা হয়। ইট তুলে ছোঁড়া হয়। সেই কথা চিন্ময় মন্ডল বোঝাতে গেলে তারা তাদের আক্রোশ মেটানোর জন্য আমাদের ওপর চড়াও হয়। চিন্ময়কে থাপ্পড় মারা হয় ।রিভিউ পিটিশনে যাতে কোনো বাধা না হয় তার জন্য আমরা চেয়ারম্যান কে সময় দিলাম ।’