ফের সে আসিয়াছে ফিরিয়া। আবার ক্যানসারে আক্রান্ত হলেন অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই কথা পোস্ট করলেন তিনি
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: স্ত্রী তাহিরা যখন প্রথমবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন প্রতি মুহুর্তে স্ত্রীর পাশে ছিলেন তিনি। এবারেও স্ত্রীর দ্বিতীয় বার ক্যানসার আক্রান্ত হওয়ার খবর পেতেই তিনি জানালেন সবসময় পাশে থাকবেন।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাহিরা লিখেছেন, ‘গত ৭ বছর ধরে আমি পরীক্ষার মধ্যে ছিলাম। তারপরেও ফের রোগটা ফিরে এসেছে। আমি এর অস্তিত্ব টের পাচ্ছিলাম। আমি আবার লড়াই করব’। তিনি আরও লিখেছেন, ‘জীবন যদি তোমায় লেবু দেয়, তাহলে তুমি লেমোনেড বানিয়ে নাও। আর জীবন যদি দ্বিতীয়বারও সেই একই কাজ করে, তাহলে আর তুমি মিষ্টি লেমোনেড নয়, তোমার টক মিষ্টি কালা খাট্টা বানিয়ে নেবে। জীবনে টকমিষ্টি স্বাদ মনে থাকবে। এ ভাবেই জীবনের প্রতিটি পরীক্ষার ধৈর্য ধরে উত্তর দেব এবং উতরে যাব’।
এর আগেও তাহিরা ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ২০১৮ সালে, প্রথমবার তার স্তন ক্যান্সারের কথা জানতে পারেন তাহিরা। এবার সাত বছর পর সেই পুরনো লড়াই নতুন করে শুরু। চলচ্চিত্র নির্মাতা স্ত্রী পোস্টে এদিন আয়ুষ্মান লিখেছেন, ‘আমার হিরো। তুমি এই জার্নিতেও একই ভাবে জয়ী হবে। এগিয়ে যাও।’
এই প্রসঙ্গে উল্লেখ্য দীর্ঘ দিন চিকিৎসার পর অনেকটাই সেরে উঠেছিলেন তাহিরা। কঠিন লড়াইয়ে তাঁকে মনের জোর দিতে দেখা গিয়েছে ভক্তদেরও। এবারের লড়াইটাও জিতে আসুন তিনি এমনটাই চাইছেন সবাই।