সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ভুস্বর্গ যেন শান্ত হতেই চাইছে না। আবারও জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। মঙ্গলবার দুপুরে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। হামলায় আহত হয়েছেন ৭ পর্যটক, মৃত ১ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিন ওই এলাকায় পর্যটকরা ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময়ই তাঁদের উপর হামলা চালানো হয়।
পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা বলে দাবি স্থানীয়দের। ঘটনার খবর পেয়েই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌছয়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আহতদের জন্য হেলিকপ্টার নিয়ে যায় মেডিকেল টিম ও নিরাপত্তা বাহিনী। ঘোড়ায় করে কিছু পর্যটককে নিচে নামিয়ে আনা সম্ভব হয়। আহতদের মধ্যে স্থানীয় বাসিন্দাও রয়েছে বলে জানা গেছে। মৃত পর্যটক রাজস্থানের বলে জানা গেছে।
এদিন এক দল পর্যটক ট্রেকিং করছিলেন। সেই দলটিকেই নিশানা করে জঙ্গিরা। ভিড়ে মিশে ছিল তারা। তবে তারা সংখ্যায় কত জন ছিল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই এই হামলা লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্যা রেসিসটেন্স ফ্রন্ট (The Resistance Front)-এর করা বলে তারা দাবি করেছে। এই সংগঠন জম্মু-কাশ্মীরে দীর্ঘদিন ধরে সক্রিয় বলে জানা যায়। আগামী জুলাইয়ে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য চলছে জোরকদমে প্রস্তুতি। তার আগেই পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে।