বুধবার, কসবা ডিআই (ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, শিক্ষা দফতর) অফিসে ঘটে যাওয়া ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলো নবান্ন। সদ্য চাকরি হারা শিক্ষকদের উপর (পুলিশের)লাথি মারার যে ছবি সামনে এসেছে সেটা (লাথি মারা) কোনোমতেই কাম্য নয় বলে জানালেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ৪৮ ঘন্টার মধ্যে সম্মুখ সমরে শাসক-শিক্ষক। ঘটনা এতদূর এগোয় যে কসবা ডিআই অফিসের সামনে যাওয়া সদ্য চাকরি হারা শিক্ষকদের উপর নির্মম লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি ছবিতে দেখা গিয়েছে এক চাকরি হারা শিক্ষককে গলা ধাক্কা সহ লাথিও মারা হয়। এই বিষয় নিয়েই বুধবার বিকালে নবান্নে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। ছিলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা এবং এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামীম।
লাথি মারার ঘটনা কোনোমতেই কাম্য নয় বলে পরিষ্কার জানান কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। তবে সেই সঙ্গে তিনি এটাও জানান যে “যে ছবি দেখানো হচ্ছে সেটা একটা অংশের ছবি। পুরোটা নয়। পুলিশ এমন অ্যাকশন কেন নিলো সেটাও তো দেখতে হবে।” সিপি বলেন, “কসবার ঘটনায় যে সব ডিসি (ডেপুটি কমিশনার) ঘটনাস্থলে রয়েছেন তাঁদের কাছ থেকে রিপোর্ট চেয়েছি।” পুলিশ যখন আক্রান্ত হয়েছে, তারপরই বাধ্য হয়ে কিছু পদক্ষেপ করেছে বলে জানিয়ে সিপি বলেন, “আমাদের (কলকাতা পুলিশের) ছয়জন আহত হয়েছেন যার মধ্যে একজনের আঘাত গুরুতর।”
এদিকে মুখ্যসচিব মনোজ পন্থ ও বলেন “যা ঘটেছে তা বাঞ্ছনীয় নয়। সরকার ওদের(চাকরি হারা শিক্ষকদের) পাশে রয়েছে জানিয়েও তিনি বলেন “একটা পরিস্থিতি তৈরি হয়েছিলো, ফলে একটা অ্যাকশন নিতেই হতো।” সদ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পাশে সরকার রয়েছে এই বার্তা আরো একবার দিয়ে মুখ্যসচিব বলেন, “আমরা কাউকে এখনও টার্মিনেশন লেটার দিই নি। আমরা সুপ্রিম কোর্টের ব্যাখ্যার অপেক্ষায় রয়েছি।” তিনি জানান, “আমরা শীঘ্রই রিভিউ পিটিশন দাখিল করবো। যে কষ্টের মধ্যে ওনারা রয়েছেন আমরা (সরকার) সেটা বুঝতে পারছি।” আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্য করে মুখ্যসচিব আরও বলেন, “আমি অনুরোধ করবো এমন কিছু যেন তাঁরা না করেন যাতে বিষয়টি আবার কোনো আইনগত বিষয় হয়ে দাঁড়ায়।”