অ্যানিমলের পরবর্তীতে পরিচালক সন্দীপ ভাঙ্গা বানাতে চলেছেন ‘স্পিরিট’। পরিচালকের ভাষায়, সুপারস্টার প্রভাস অভিনীত এই ফিল্ম টি হতে চলেছে একটি ‘সৎ’ পুলিশ অফিসারের গল্প। বিভিন্ন সূত্র থেকে শোনা যাছিলো যে এই ফিল্মে নায়িকার চরিত্রে দেখা যে তে পারে দীপিকা পাডুকোন কে। বলা হচ্ছিলো নাকি প্রভাসের বিপরীতে থাকবে তার একটি শক্তিশালি চরিত্র। তারপর হটাৎ এখন শোনা যাচ্ছে যে দীপিকা পাডুকোন এই ফিল্ম টি করবেন না।
চক্রযুদ্ধ ঘোষ, সাংবাদিক- দীপিকা নাকি কিছু শর্ত রেখেছেন পরিচালকের কাছে, যেটি পরিচালক বা প্রযোজকরা মেনে নিতে পারেননি। এই ব্যাপারটা নিয়ে তুমুল জল্পনা হচ্ছে ভক্তদের মধ্যে। কিছু মানুষ বলছে যে ভালোই হয়েছে যে দীপিকা পাডুকোন ফিল্মটি থেকে বেড়িয়ে এসেছে কারণ ভাঙ্গার ছবিতে এমনিতেও মহিলা চরিত্রের কোনো বিশেষ ভূমিকা থাকে না। আর আরেক ভাগ মানুষ বলছে যে এই ব্যাপারটা ভাঙ্গা কে খুব একটা সমস্যা দেবে না এবং ভাঙ্গা এবার নতুন মুখ খোঁজার প্রচেষ্টা করবেন।
শোনা যাচ্ছে যে দীপিকা পাডুকোন নাকি এই ফিল্ম থেকে বেড়িয়ে গিয়ে এটলি কুমারের পরবর্তী ফিল্ম ‘AA২৬’ এ অভিনয় করবেন। AA২৬ মানে আল্লু অর্জুনের ২৬তম ফিল্ম, Pushpa- র পর। এই নিয়েও জল্পনা সৃষ্টি হচ্ছে। এই ব্যাপারটা আর যাই করুক ‘স্পিরিট’ ছবিটি কে খবরে এনে দিয়েছে। এই ছবিটি নিয়ে দর্শকের মধ্যে সেভাবে কোনো উত্তেজনা ছিল না, তবে এবার এই খবর টা ফাঁশ হওয়ার জন্যে দর্শকদের মধ্যে এই ছবিটি নিয়ে একটা কৌতূহল তৈরী হয়েছে। সময় বলবে যে কী হবে শেষমেশ এই দুটি ফিল্মের বক্স অফিসে পরিণতি।
কিছুদিন আগে আল্লু অর্জুন ও এটলি একটি ভিডিও রিলিজ করেছেন, যা দেখে বোঝা যাচ্ছে যে জাওয়ানের পর এটলির পরবর্তী ফিল্ম হচ্ছে একটি zombie ফিল্ম। আল্লু অর্জুনের থাকবে তিনটি চরিত্র আর তার সাথে তিনটি নায়িকা। এবার ভাববার বিষয় যে তিনটি নায়িকার মধ্যে একটি নায়িকা হয়ে থাকতে রাজি হলেন দীপিকা পাডুকোনের তাহলে স্পিরিট করতে তার সমস্যা কোথায়? তবে এর পেছনে লুকিয়ে আছে অন্য রহস্যা?