চলন্ত লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দিলেন এক দম্পতি। লঞ্চ কর্মিদের তৎপরতায় জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ওই দম্পতিকে।
রণজিৎ রায়,হাওড়া- শনিবার সকালে সালকিয়া বাদাঘাট থেকে আহিরিটোলা যাওয়ার জন্য ভূতল পরিবহনের লঞ্চে ওঠেন এক দম্পতি। লঞ্চ মাঝ নদীতে এলে আত্মহত্যার উদ্দেশ্য নিয়ে হঠাৎ ই লঞ্চ থেকে ঝাঁপ দেন ওই দম্পতি। সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মিরাও গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন। সেফটি টায়ারের সাহায্যে জীবিত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মালিপাঁচঘরা থানার পুলিশ। প্রাথমিক চিকিৎসাও করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দম্পতি লিলুয়া ভট্টনগরের বাসিন্দা। একমাত্র কন্যার মৃত্যুর পর থেকেই তারা মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণেই লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। যদিও লঞ্চ কর্মিদের তৎপরতায় তাদের জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।