দেবস্মিতা বিশ্বাস : বলিউডে শোকের ছায়া, সোশ্যাল মিডিয়ায় সামনে এল জনপ্রিয় অভিনেতা মুকুল দেবের মৃত্যু সংবাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। দীর্ঘ দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি ,এরপর আই সি ইউ তে ভর্তি করা হয়ে তাকে। যেখানে তার অবস্থার অবনতি ঘটে ও এবার সমাজ মাধ্যমে তার মৃত্যুর খবর জানালেন বিন্দু দারা সিং, ” সন অফ সর্দার” ছবিতে মুকুল দেবের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
তিনি জানান, অভিনেতার মা বাবার মৃত্যুর পর বাড়ি থেকে বেরোনো বা কারও সাথে দেখা করতেন না তিনি। কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি হতে হয়ে তাকে। এছাড়াও , সোশ্যাল মিডিয়াতে মুকুল দেবের সঙ্গে একটি ছবি শেয়ার করে বিন্দু দারা সিং লেখেন , ” রেস্ট ইন পিস্ ব্রাদার, তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে মনে রাখবো। তুমি দর্শকদের খুশি ও আনন্দে ভরিয়ে রাখতে। তোমার অভাব সবসময় থাকবে। ”
মুকুল দেবের বন্ধু তথা অভিনেত্রী দীপশিখা নাগপাল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতার সাথে একটি ছবি শেয়ার করে লেখেন ,” এই খবর শুনে আজ সকালে ঘুম ভাঙলো , তার পর থেকে এই নম্বরে ফোন করে যাচ্ছি এই আশায় যে সে এই ফোনটা তুলবে। ”
হিন্দি ও পাঞ্জাবি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা, মালায়ালম, তেলেগু এর মতো একাধিক ভাষার ছবিতে কাজ করেছেন তিনি অ্যাকশন ,কমেডি নানান ধারায়। বড় পর্দার পাশাপাশি টেলিভশনেরও জনপ্রিয় মুখ ছিলেন তিনি । ” দস্তক” ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় প্রথম বার দেখা গিয়েছিলো তাকে। “জয় হো” ছবিতে সালমান খানের সঙ্গেও বিশেষ ভাবে নজর কেড়েছিলেন তিনি। শুধুই হিন্দি নয়, বাংলা ছবিতেও তিনি ছিলেন পরিচিত মুখ , জিৎ অভিনীত “আওয়ারা”, “বচ্চন” ছবিতেও অভিনয় করেছিলেন মুকুল দেব। অভিনয়ের পাশাপাশি বিমান চালানোর প্রশিক্ষণও ছিল তার। ”ইয়ামলা পাগলা দিওয়ানা”(২০১১) ছবিতে অভিনয়ের জন্য সেভেন্থ অমরেশ পুরি অ্যাওয়ার্ড জিতেছিলেন মুকুল দেব।