১ কিংবা ২ বছর নয়, টানা ২২ বছরের সম্পর্কের ইতি। সোমবার থেকে জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ আর ব্যবহার করা যাবে না। এমনটাই জানাল মাইক্রোসফট।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: ২০০৩ সালে ডেনিশ সফটওয়্যার ডেভেলপার জানুস ফ্রিস এবং সুইডিশ ডেভেলপার নিকলাস জেনস্ট্রম দ্বারা প্রতিষ্ঠিত স্কাইপ, একসময় ভিডিও কলিংয়ের জগতে শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম ছিল। এটি বিনামূল্যে বিশ্বজুড়ে কল করার সুবিধা প্রদান করে জনপ্রিয়তা অর্জন করে, যা সেই সময়ে ঐতিহ্যবাহী ফোন কলের তুলনায় অনেক সাশ্রয়ী ছিল। সেই স্কাইপ বন্ধ হয়ে যাওয়াতে মন খারাপ অনেকেরই।
আসলে ধীরে ধীরেই স্কাইপ জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে পড়ছিল। তাই মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি আরও উন্নত একটি প্রযুক্তি নিয়ে আসে, যার নাম টিমস। নতুন এই প্রযুক্তিটি বাজারে আসার পর থেকেই স্কাইপের গুরুত্ব কমছিল। ফলে ব্যবসায়িক স্বার্থে ধীরে ধীরে দু’টিকে এক করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন সংস্থার শীর্ষকর্তারা।
উল্লেখ্য হোয়াটসঅ্যাপ, ফেসবুকের ভিডিও কলিংয়ের আগমনের পরে যোগাযোগের প্রযুক্তিতে নতুন বিপ্লব আসে। এরপর থেকেই আরও বেশি গুরুত্ব হারিয়ে ফেলে স্কাইপ। কত অফিস মিটিং কিংবা বন্ধুদের আড্ডা অথবা দুই হৃদয়ের প্রযুক্তির আকাশে কাছাকাছি আসার মঞ্চ- স্কাইপ রেখে গেল বহু স্মৃতি। সেই সময়টার জলছাপ নিজের শরীরে নিয়ে বিদায় নিল স্কাইপ।