নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য। শনিবার ঝাড়খণ্ডের লাতেহারে নিরাপত্তাবাহিনীর হাতে নিকেশ হল কুখ্যাত মাওবাদী নেতা পাপ্পু লোহারা। যার মাথার দাম ধার্য করা হয়েছিল ১০ লক্ষ টাকা।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: মাওবাদীদের শাখা সংগঠন ঝাড়খণ্ড জন মুক্তি পরিষদের নেতা ছিল এই পাপ্পু লোহারা। নিরাপত্তাবাহিনী শুধু পাপ্পু নয়, তার ডানহাত বলে পরিচিত প্রভাত গঞ্জুকেও নিকেশ করেছে। এই প্রভাতের মাথার দাম ছিল ৫ লাখ টাকা। মাওবাদী নিকেশ করার এই লড়াইয়ে গুরুতর আহত আরও এক মাওবাদী, তার কাছ থেকে একটি ইনসাস রাইফেল ও অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
গত বুধবার যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে বুধবার মৃত্যু হয় মাওবাদী শীর্ষনেতা ও সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু। তার মৃত্যুর ফলে মাওবাদীদের কোমর ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছে স্বরাষ্ট্রমন্ত্রক ও গোয়েন্দারা।দীর্ঘদিন ধরেই নিরাপত্তাবাহিনীর হিটলিস্টে ছিল বাসবরাজু। তার মাথার দাম ছিল দেড় কোটি টাকা।
আগামী বছরের ৩১ মার্চের মধ্যে মাওবাদী মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই লক্ষ্যে মাওবাদী নিধনে দেশজুড়ে জোরদার অভিযান চলছে। ঝাড়খণ্ডের লাতেহার এলাকায় অভিযান চলছে। ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত রয়েছে। সূত্রের খবর, ফলে ঘটনায় সতর্ক রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশও। যাতে কোনওভাবে মাওবাদীরা তাড়া খেয়ে পুরুলিয়ার জঙ্গল বা কোনও সীমানা দিয়ে বাংলায় ঢুকতে না পারে।