অপারেশন সিঁদুরের এত বড় সাফল্যের পর সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বার্তা দেবেন তিনি? সেদিকে অধীর আগ্রহে এই মুহূর্তে অপেক্ষা করছে গোটা দেশ।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: অপারেশন সিঁদুরের এত বড় সাফল্যের পর আজ ঠিক কি বার্তা দিতে চলেছেন মোদী তা জানতে চাইছেন সকলেই। তবে তার এই ভাষণ যে অনেকটাই নির্ভর করছে জিডিএমওদের বৈঠকের ওপর এমনটা বলাই যায়।
গত ২০ দিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন মানুষের প্রাণ গিয়েছে। তারপর বিহারে ভোটপ্রচারে গিয়ে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেছিলেন, কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার পালটা হিসেবে গত ৭ মে ভারত দেয় অপারেশন সিঁদুর ।পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়। ৯টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, মৃত্যু হয়েছে শতাধিক জঙ্গির। এখনও শেষ হয়নি অপারেশন সিঁদুর।
উল্লেখ্য শনিবার সংঘর্ষবিরতি ঘোষণার পরেও পাকিস্তান তা লঙ্ঘন করেছে। যার জবাব দিয়েছে ভারত। এর পাশাপাশি পাকিস্তানকে সংঘর্ষবিরতি ঘোষণার গুরুত্ব বোঝার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফে। এই পরিস্থিতিতে আজ জাতীয় উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তাই জল্পনা শুরু হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে আজ কি কোনও বড় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী ? ‘অপারেশন সিঁদুরের’ পর পাকিস্তানের উপরে আরও বড় প্রত্যাঘাত ? রাত ৮টায় কী বলবেন প্রধানমন্ত্রী ? এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।