অভিনয়ের জগতে তিনি সফল। দীর্ঘ কয়েক দশক বলিউড দাপিয়ে বেড়ানোর পর এবার ব্যবসায় নামতে চলেছেন। তবে যে সে ব্যবসা নয়, একেবারে মদের ব্যবসা। তিনি অজয় দেবগন।
জুলেখা নাসরিন, সাংবাদিক- বলিউডে তিন দশকের বেশি সময় ধরে রাজ করছেন অজয় দেবগন। ‘ফুল অউর কাঁটে’ ছবি দিয়ে সিনেমায় আত্মপ্রকাশ করা থেকে শুরু করে দাপুটে এই অভিনেতার ঝুলিতে রয়েছে ‘সিংঘম’, ‘গঙ্গাজল’, ‘দৃশ্যম’, ‘টোটাল ধামাল’ প্রভৃতি একের পর এক হিট ছবি। এখন সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থাও খুলেছেন অভিনেত্রী কাজল এর স্বামী। তবে এবার টিনসেল টাউনের পাশাপাশি মদের ব্যবসাতেও নামতে চলেছেন তিনি। ‘গ্লেন জার্নিস’ নামে একটি প্রিমিয়ার সিঙ্গেল মল্ট হুইস্কি ব্র্যান্ডে বিনিয়োগ করছেন বলিউডি এই অভিনেতা।
নিজের এই নতুন ভেঞ্চারের বিষয় বলতে গিয়ে অজয় দেবগন জানিয়েছেন, তিনি বয়স জনিত আইনগত ছাড়পত্র পাওয়ার পর থেকেই মদ খেতে শুরু করেছিলেন। দামি ব্র্যান্ডের মদ তাঁর খুব প্রিয়। অজয়ের কথায়, “আমি মদ খেতে ভালোবাসি।আগে ভদকা খেতাম। মাঝে মদ খাওয়া ছেড়ে দিলেও এখন ফের ধরেছি। এখন দিনে দুই বার আমি মদ্যপান করি।” তিনি জানাচ্ছেন যে তিনি সৌখিন, তাই তিনি দামী ব্র্যান্ডের মদ পান করেন।
এদিকে জানা গিয়েছে এই নতুন ব্যবসায় অজয় দেবগনের পার্টনার বা ব্যবসায়ে সঙ্গী হলেন মোক্স সানি, যিনি অ্যালকোহল ব্যবসার জগতে একটি পরিচিত নাম। এও জানা গিয়েছে অজয় দেবগন যে ব্র্যান্ডের মদ বাজারজাত করতে চলেছেন তার প্রতি বোতলের দাম পড়বে ৫০ থেকে ৬০ হাজার টাকা।