ঋক পুরকায়স্থ, সাংবাদিক: স্থানীয় সময় রাত ৯ টায় জেনেইরোতে পা রাখলেন রিও ডি। আর তার পর থেকেই মনে করা হচ্ছে ব্রাজিলে নতুন সময়ের সূচনা হতে চলেছে। এই প্রথম ব্রাজিল ফুটবল টিমের দায়িত্ব নিলেন ইতালির কোচ কার্লো আন্সেলোত্তি। এই খবর প্রকাশ্যে আসার কিছুক্ষনের মধ্যে শোরগোল পড়ে গেল ফুটবল জগতে। আসন্ন ফুটবল বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের দুটি ম্যাচের জন্য ২৫ জনের টিম ঘোষনা করলেন তিনি। এই দলে জায়গা করে নিয়েছেন কাসেমিরো, অ্যান্টনি, রিচার্লিসন ও গোলকিপার অ্যালিসন বেকারের মতোন খেলোয়াড়রা। কিন্তু দলে জায়গা পেলেন না নেইমার। এই বিষয়ে আন্সেলোত্তি জানিয়েছেন, তিনি চান ফিট প্লেয়াররা দলে খেলার সুযোগ পাক। নেইমার ব্রাজিল ফুটবল টিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, কিন্তু সে এখন ফিট নয়। কিছুদিন আগেই চোট পেয়েছে সে। তাই বিশ্বকাপ কোয়ালিফায়ার টিমে নাম নেই তার।
বিমান বন্দর থেকে যখন তিনি বেরিয়া আসছিলেন সেখানে কিন্তু সেইভাবে জনসমাগম দেখতে পাওয়া যায়নি। বরং তাঁকে স্বাগত জানাতে এসেছিলেন সিবিএফের প্রেসিডেন্ট সামির জাউদ। তাকে উপহার দেওয়া হয় ব্রাজিলের ২৬ নম্বর জার্সি। এরপরই তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে, ব্রাজিল আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। এবং ব্রাজিল ফুটবল টিমের দায়িত্ব তাকে দেওয়ার জন্য তিনি সিবিএফকে ধন্যবাদ জানিয়েছেন।