Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • বড়বাজার কাণ্ডে মৃত ১৪ জনের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ। দমবন্ধ হয়ে, আগুনে পুড়ে, ঝাঁপ দিয়ে মৃত্যুর কারণ উল্লেখ রিপোর্টে। ১২ জনের দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে।
  • বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার। হোটেল মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার হয়েছেন।
  • ‘যারা মমতার আঁচলের ছায়ায় বড় হয়ে করে খেতে বিজেপিতে এসেছে, তাদের থেকে দিলীপ ঘোষ বিজেপি শিখবে না’। দিঘায় দলের একাংশকে তোপ দিলীপের।
  • তিন বছর পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ হল পাকিস্তানে। দায়িত্ব পেলেন সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ আসিম মালিক।
  • ভয়াবহ দাবানলের গ্রাসে জেরুজালেম। ব্রিটেন, ফ্রান্স, ইটালি, বুলগেরিয়া, গ্রিসের কাছে সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বন্ধ জেরুজালেম-তেল আভিভ হাইওয়ে।
  • ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমার শ্রমিক ভাইবোনদের আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা আমাদের শ্রমিকদের নিয়ে গর্বিত।’ শ্রমিক দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর।
  • বৃহস্পতিবার হালকা ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। দিনে তাপমাত্রা বাড়লেও রাতে তাপমাত্রা কমার সম্ভাবনা। উত্তরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
  • বড়বাজারের ঘটনায় ডিসি সেন্ট্রালের নেতৃত্বে হবে তদন্ত।
  • বড়বাজারের ঘটনায় মামলা রুজু পুলিশের। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু।
  • New Date  
  • New Time  
‘কোনও বেনিয়ম বরদাস্ত করা হবে না’, স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

1
May 2025

‘কোনও বেনিয়ম বরদাস্ত করা হবে না’, স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বেনিয়মের বিরুদ্ধে ‘রাফ অ্যান্ড টাফ’ মুখ্যমন্ত্রী। বেনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। পুলিশ ও দমকলকে সারপ্রাইজ ভিজিটের পরামর্শ। একটি কমিটি গঠন করে ১৫দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথাও বলেছেন তিনি।

নাজিয়া রহমান, সাংবাদিক- দিঘা থেকে ফিরে সোজা মেছুয়ার ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূর্ঘটনাস্থলে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বেনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কড়া বার্তা দিলেন ‘রাফ অ্যান্ড টাফ’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের অগ্নিকাণ্ড আবারও একবার ফিরিয়ে আনে স্টিফেন কোর্ট, আমরির স্মৃতি। শহরে বারবার অগ্নিকাণ্ডে সামনে এসেছে গাফিলতির অভিযোগ। যা নিয়ে বারবারই ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডেও সেই গাফিলতির অভিযোগ সামনে এসেছে। অগ্নিদগ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শনের পর তাই তিনি জানিয়ে দেন, ‘কোনও বেনিয়ম বরদাস্ত করা হবে না’। মঙ্গলবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মত্যু হয়েছে ১৪ জনের। মৃতদের মধ্যে বেশিরভাগই ভিন রাজ্যের বাসিন্দা। তাদের দেহ সনাত্ম করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যে দিন অগ্নিকাণ্ড ঘটে সেদিন দিঘাতে জগন্নাথদেবের মন্দির উদ্ঘাটনের জন্য সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী। তবে দিঘা থেকে অগ্নিকাণ্ডের প্রতি মুহূর্তের খোঁজ নিয়েছেন তিনি। বৃহস্পতিবার সেখান থেকে ফিরে বাড়ি না গিয়ে প্রথমেই চলে গিয়েছিলেন মেছুয়ায়।সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, “এই হোটেলটা ১৯৮৯ সাল থেকে চলছে। অনেক পুরনো। কিছু কিছু বাড়ির ছাদ ভেঙে পড়ছে। পুলিশ, পুরসভা ও দমকলকে বলব বৈঠক করতে। কিছু দিনের জন্য স্থানান্তরিত হয়ে বাড়ি তৈরি করুন। নিরাপত্তার স্বার্থে বসে কথা বলুন। আমি আশা করি জীবনের স্বার্থে সবকিছুর ঊর্ধ্বে উঠে কাজ করুন। নিজেরাই দরকার হলে তৈরি করুন। বাড়িগুলোর অবস্থা খুব খারাপ। যেকোনও সময় ভেঙে পড়তে পারে। কারও সঙ্গে বাড়ির মালিকের সঙ্গে সমস্যা আছে। কিন্তু আপনাদের বাঁচতে হবে তো। আদালতকেও বলব এটা জীবন-মরণ সমস্যা। যে বাড়িগুলিকে বিপজ্জনক বলে জানানো হয়েছে, সেগুলিকে অবশ্যই ঠিক করতে হবে।” পাশাপাশি বেনিয়ম হলে কাউকে রেয়াত করা যাবে না তাঁর স্পষ্ট হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বেনিয়মে স্থানীয় কেউ মদত দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তা সে প্রশাসনিক কিংবা রাজনৈতিক নেতৃত্ব – যেই হোক না কেন। ছাড়া হবে না। যেসব হোটেল নিয়ম মানে না সেখানে সারপ্রাইজ ভিজিট করা হবে। কাউন্সিলরদের জানিয়ে সারপ্রাইজ ভিজিট নয়। পুলিশ, দমকল সারপ্রাইজ ভিজিট করুক। ১৫ দিনের মধ্যে সারপ্রাইজ ভিজিটের রিপোর্ট দিতে হবে। কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ রাফ অ্যান্ড টাফ। কেউ কিছু না শুনলে ব্যবস্থা নেব।” হোটেলে ১৪জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ ওই হোটেলটির পরিস্থিতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা “এই ঘটনার তদন্ত হবে। যে বাড়িগুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই, জল নেই সেগুলি খতিয়ে দেখা হবে। এই হোটেলে একটিমাত্র সিঁড়ি। নামতে গিয়ে লোকের ধোঁয়ায় মৃত্যু হয়েছে। দমকল, পুলিশ পাশের বাড়ি থেকে মই দিয়ে অনেককে নামিয়েছে। ধোঁয়া বেরনোর জায়গা ছিল না। হোটেলের ব্যবসা করছেন অথচ নিরাপত্তা নিয়ে ভাববেন না? ব্যবসা অবশ্যই করুন তা বলে অতিথিদের নিরাপত্তা নিয়েও আপনাদের ভাবা উচিত। হোটেল মালিক গ্রেপ্তার হয়ে গিয়েছে। ম্যানেজারও গ্রেপ্তার হয়ে গিয়েছে। শুধু এটা নয়। বড়বাজার, জোড়াসাঁকোতেও এরকম বহু হোটেল আছে।”মুখ্যমন্ত্রীর আর্জি, “দয়া করে এদিকে নজর দিন। মালিক পাশে থাকে তো ভালো। প্রয়োজনে নিজেরাই বাড়ি তৈরি করুন। ২-৩ দিনের মধ্যে বৈঠক করে কতগুলি বাড়ি, হোটেল বিপজ্জনক তা খতিয়ে দেখুন। আমরা ঘরের মধ্যে প্লাস্টিক, রাসায়নিক রেখে দিই। এই কারণে আগুন লেগে যায়। আগুন বেড়ে যায়। আগুন নিয়ে খেলবেন না। আগুন জ্বালানো সহজ। নেভাবে কে? যার পরিবারের লোকজনের মৃত্যু হয়েছে, সে বোঝে দুঃখ কতটা।” এদিন মুখ্যমন্ত্রী কিছুটা ক্ষোভপ্রকাশ করেন এবং বিপজ্জনক বাড়িতে বসবাসকারী বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন “বারবার নোটিস দিলেও যাচ্ছে না। না গেলে কী করব? আমি কি ধাক্কা দিয়ে বের করে দেব? সকলকে সহযোগিতা করতে হবে। মানবিকভাবে প্রতিটি বিষয় খেয়াল রাখতে হবে। কেউ এখানে ১০, ২০, ৩০ বছর বাস করেন। এখানে শপিং মল, দোকান রয়েছে। প্লাস্টিক, রাসায়নিক মজুত করবে না। ৬ মাস অন্তর অন্তর পরীক্ষা করতে হবে। কোথাও আগুন লাগল আর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হল- তখন কী হবে? এই বাড়িগুলো যদি ধসে যায়, কে দায়িত্ব নেবে। আমি ১৫ দিন সময় দিলাম। যতদিন আপনাদের বাড়ি হবে না, আমরা ব্যবস্থা করব। বউবাজারের মেট্রোর কাজের জন্য বাইরে বের করে দিয়েছিল। আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। থাকার ব্যবস্থা করেছি। লোক যাওয়ার জায়গা নেই, অথচ মজুত করছে। সকলে একসঙ্গে বসে সমস্যা মেটান। আমার নাক গলানোর প্রয়োজন নেই। আমি কারও বিরুদ্ধে নই। কিন্তু যা বলছি তা শুনতে হবে। এসব বলার জন্য ভোট না দিলে না দেবেন। ভোটের জন্য বলছি না। শুধু জীবন বাঁচাতে বলছি।”

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​