পাক সেনার কনভয়ে হামলা বালোচ আর্মির। বিদ্রোহী এই গোষ্ঠীর জোড়া হামলায় প্রাণ গেছে ১৪ পাক সেনার। বালুচিস্তানে ২ টি পৃথক হামলায় প্রাণ গেছে ১৪ সেনার। বালোচিস্তানের বোলানে পাক সেনার কনভয়ে আইইডি (IED) হামলা চালায় বিএলএ (BLA)-র স্পেশ্যাল ট্যাকটিকাল অপারেশন্স স্কোয়াড (এসটিওএস)।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- অপারেশন সিঁদুরের পর নাস্তানাবুদ অবস্থা পাকিস্তানের। এখনও অশান্ত পরিস্থিতি প্রতিবেশী দেশে। বদলা নিতে কাশ্মীর সীমান্তের সাধারণ মানুষকে নিজেদের শিকার বানাচ্ছে পাক সেনা। এরই মধ্যে পাকিস্তানের উপর সাঁড়াশি আক্রমণ বালুচিস্তান লিবারেশন আর্মির। পাক সেনার কনভয়ে হামলা বালোচ আর্মির। বিদ্রোহী এই গোষ্ঠীর জোড়া হামলায় প্রাণ গেছে ১৪ পাক সেনার। বালুচিস্তানে ২ টি পৃথক হামলায় প্রাণ গেছে ১৪ সেনার। বালোচিস্তানের বোলানে পাক সেনার কনভয়ে আইইডি (IED) হামলা চালায় বিএলএ (BLA)-র স্পেশ্যাল ট্যাকটিকাল অপারেশন্স স্কোয়াড (এসটিওএস)। ইতিমধ্যে একটি ভাইরাল ভিডিও সামনেও এসেছে। এই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে, বোলানের শোরকান্ডের পাহাড়ি রাস্তায় চলমান অবস্থায় আচমকা বিস্ফোরণে উড়ে গেল পাক সেনার একটি গাড়ি। রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই বিস্ফোরণ করা হয় বলে জানা যাচ্ছে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ। এই বিস্ফোরণে প্রাণ গেছে পাক সেনাবাহিনীর স্পেশ্যাল অপারেশন কমান্ডার তারিক ইমরান এবং সুবেদার উমর ফারুকের। এই বিস্ফোরণে ১২ জনের প্রাণ গেছে। অন্যদিকে বালোচিস্তানের কেচের কুলাগ তিগরানেও পৃথক আর একটি বিস্ফোরণে পাক সেনার দুই কর্মীর মৃত্যু হয়েছে। দুটি হামলারই দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহীরা। বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালোচ বলেন, যারা বালোচ লিবারেশন আর্মিকে বিদেশি মদত পুষ্ট বলে দাবি করছে, তাদের জানা উচিত, পাক সেনারা নিজেরাই চিনের মদত পুষ্ট একটি ভাড়াটে সশস্ত্র দল। পাক সেনা তাদের জমি দখল করতে চাইছে। তাই আগামী দিনে এই ভাড়াটে দলের উপর আক্রমণ আরও তীব্র হবে।