মধ্যরাতে অপারেশন সিঁদূর, যার জেরে বিধ্বস্ত পাকিস্তান। এয়ার স্ট্রাইকে গুড়িয়ে গেল একের পর এক জঙ্গি ঘাঁটি। বহু জঙ্গি নিকেশ হয়েছে৷ আজ কিছুটা হলেও শান্তি পেলেন বিতান সমীরদের স্ত্রীরা
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: কে জানত কাশ্মীর ঘুরতে গিয়ে নি:স্ব হয়ে যাবেন তারা! মুছে যাবে সিঁথির সিঁদূর৷ পাক মদত পুষ্ট জঙ্গিরা বেছে বেছে যেভাবে হিন্দু নিধন করেছে তার বদলা ছিল অপারেশন সিঁদূর। একদিকে চোখের জল অন্যদিকে স্বামীদের মৃত্যুর বদলা, দুই মিশ্র অনুভূতিতে ভাসছেন সোহিনী-শবরী।
অপারেশন সিঁদূরের খবর পেতেই কান্নায় ভেঙে পড়লেন তারা। ফের ফিরে এল সেই ভয়াবহ স্মৃতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন তারা। আর্জি করলেন আর কোন পরিবারের সঙ্গে যেন এমন না হয়। এভাবে যেন কাউকে নি:স্ব না হতে হয়। যদিও তারা জানেন সেই দু:সহ স্মৃতি আজীবন তারা করে বেড়াবে তাদের
কেউ ভাবতেও পারেনি এভাবে পাকিস্তানের ওপর আঘাত আসবে। ঠিক মধ্যরাত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯জায়গায় এয়ার স্ট্রাইক চলক৷ পাকিস্তানের তরফেও স্বীকার করা হয়েছে এই হামলার খবর। এবং স্বাভাবিক ভাবেই আবার হুমকি দিয়েছে পাকিস্তান। যোগ্য জবাবের কথা বলছেন পাক প্রধান শাহবাজ শরিফ।
জানা গেছে বাহওয়ালপুরের জইশ ই মহম্মদ মুরাক্কায় লস্কর ই তইবা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে। সিঁদূর মোছার বদলা তো এমনই হতে হত।