শুভাশিস মণ্ডল: ভারতের ষষ্ঠ সেমিকনডাক্টর ইউনিট গড়ার ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন ইউনিটটির উদ্বোধন হবে উত্তরপ্রদেশের জেওয়ারে। বুধবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জেওয়ারের এই সেমিকনডাক্টর ইউনিটে উৎপাদন শুরু হবে ২০২৭ সাল থেকে।
গত কয়েক বছর ধরেই সেমিকনডাক্টর ইউনিট তৈরিতে বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিদেশ থেকে আমদানির বদলে দেশেই তা তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে সেমিকনডাক্টর ইউনিট।উত্তরপ্রদেশের জেওয়ারের এই ষষ্ঠ ইউনিট এইচসিএল ও ফক্সকনের সহযোগিতায় তৈরির কথা ঘোষণা করা হল। এই প্রকল্পে খরচ হবে ৩ হাজার ৭০৬ কোটি টাকা। এই ইউনিটে মূলত মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের জন্য ডিসপ্লে ড্রাইভার চিপ তৈরি সম্ভব হবে বলে জানানো হয়।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশে আরও পাঁচটি সেমিকনডাক্টর ইউনিট তৈরির কাজ চলছে। এ বছরের মধ্যেই একটি ইউনিটের উৎপাদন শুরু হতে পারে। ষষ্ঠ ইউনিটের মাধ্যমে ভারতের সেমিকনডাক্টর ইন্ডাস্ট্রি আরও বিকশিত হবে।