করোনা লকডাউন মৃত্যুমিছিল এই শব্দ গুলো যেন একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে তবে সেই ভয়াবহ দিনগুলো পেরিয়ে স্বাভাবিক হয়েছিল জনজীবন তবে ফের ফিরছে সেই চেনা আতঙ্ক। দেশ সহ রাজ্যে আবার বাড়ছে করোনা। বুধবারও কলকাতায় মোট ৪ করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ ফের আরও একবার দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত। বুধবারও কলকাতায় কোভিড আক্রান্তের হদিশ মিলল। বন্দর এলাকায় কলকাতা পোর্ট ট্রাস্ট হাসপাতাল থেকে আরও ২ জনের নমুনা পাঠানো হয়েছে বেলেঘাটার NIRBI-তে। পরীক্ষায় ধরা পড়েছে ২ জনই করোনা আক্রান্ত। রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ২৪। এর পাশাপাশি আলিপুর এবং মিন্টো পার্কের দুই বেসরকারি হাসপাতালে দুই করোনা রোগীর চিকিৎসা চলছে। এবার প্রত্যেকের মধ্যেই জ্বর সর্দি কাশির উপসর্গ রয়েছে। ফলে ধীরে হলেও করোনাকে নিয়ে সেই চেনা ভয় আবার ফিরে আসছে।
তবে এই মুহূর্তে আগের মতো সংক্রমণের তীব্রতা নেই, তবে কো-মর্বিডিটি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি রয়ে গিয়েছে। সংক্রমণ ক্ষমতা থাকলেও মৃত্যুর সম্ভাবনা আগের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন অতীন ঘোষ। কলকাতা পুরসভার তরফে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের চিহ্নিত করে আইসোলেট করার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের পরবর্তী বৈঠকের এডভাইসারির দিকেও নজর রাখা হচ্ছে ।
হংকংয়ে মাত্র চার সপ্তাহে ৮১ জনের করোনা ধরা পড়েছে গুরুতর অবস্থায়। প্রায় ৩০ জন করোনা আক্রান্তের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। এঁদের বেশিরভাগেরই বয়স ৬৫ বছর বা তার বেশি । এই কয়েক সপ্তাহে চিনের মূল ভূখণ্ডে,কোভিড পজিটিভ পরীক্ষার হার দ্বিগুণেরও বেশি বেড়েছে, হাসপাতালে ভর্তির সংখ্যাও দ্বিগুণ হয়েছে। বিভিন্ন জায়গায় করোনা সংক্রমিতের সংখ্য়া বৃদ্ধির খবরে আতঙ্কিত অনেকেই। গত কয়েক সপ্তাহে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো এশিয়ার একাধিক জায়গায় হুহু করে বেড়েছে করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়ছে ভারতেও। সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৭।