ফলপ্রকাশের অপেক্ষায় দিন গুনছে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা। কবে প্রকাশিত হবে এই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল? কোন ওয়েবসাইটে সহজেই জানা যাবে ফল। জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
নাজিয়া রহমান, সাংবাদিক
রাজ্য বোর্ডের মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। আইসিএসই ও আইএসসি দশম ও দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশিত হয়েছে। এখন অপেক্ষা সিবিএসই-র ফল প্রকাশের। কবে প্রকাশিত হবে সিবিএসই-র ফল? তারই দিনগুনছে এখন সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা। চলতি বছর দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় ৪২ লক্ষ পরীক্ষার্থী আবেদন জানায়। চলতি বছর ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা হয়েছে। এবার ফলপ্রকাশের পালা। মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফলপ্রকাশের সম্ভাবনা পূর্বেই জানা গিয়েছিল। তবে ২০২৫ এর সিবিএসই -র ফলপ্রকাশের দিন বোর্ডের তরফ থেকে এখনো আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু দু-এক দিনের মধ্যেই এই ফল প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। পরীক্ষার্থীরা সিবিএসই বোর্ডের রেজাল্ট ২০২৫ এর সব আপডেট জানতে পারবেন cbse.gov.in ও results.cbse.nic.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে। পাশাপাশি অফিসিয়াল পোর্টাল ছাড়াও, ফলাফল প্রকাশিত হওয়ার পরে digilocker.gov.in এবং UMANG অ্যাপের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
২০২৪ সালে সিবিএসই দশম ও দ্বাদশের ফল প্রকাশিত হয়েছিল ১৩ মে। সিবিএসসি রেজাল্ট ২০২৪ -এ দশম শ্রেণীদের পাসের সংখ্যা ছিল ৯৩.৬০% এবং দ্বাদশ শ্রেণীর পাসের সংখ্যা ছিল ৮৭.৯৮% । এবং ২০২৩ সালে দশম শ্রেণীদের পাসের সংখ্যা ছিল ৯৩.১২% এবং দ্বাদশ শ্রেণীর পাসের সংখ্যা ছিল ৮৭.৩৩%