আল নাসেরের সঙ্গে সম্পর্ক ছেদের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখনও অবধি শোনা যাচ্ছে এমনটাই। ফলে জল্পনা চলছে এবার কোথায় যাবেন সিআরসেভেন?
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। একটা সময় রিয়াল মাদ্রিদের জার্সিতে টানা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনাল্ডো নিজের দলকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তুলতে পারলেন না। সেমিতে তিনি গোল পেলেন না, দলও ২-৩ গোলে হেরে গেল। তখন থেকেই এই ঘর ছাড়ার কথা চলছিল।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এক অন্যতম স্বপ্ন ১০০০ গোলের ক্লাবে নাম লেখাবেন তিনি। কিন্তু আল নাসের যে ভাবে খেলছে তাতে করে তার সেই স্বপ্ন পূরণ হওয়া বেশ কঠিন। দলের খেলায় একেবারেই খুশি নন রোনাল্ডো। ফলে শোনা যাচ্ছে ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে চাইছেন না তিনি। তবে কি এ বার সৌদি আরবের ক্লাব ছাড়তে চাইছেন সিআরসেভেন! যদিও এই ব্যাপারে তিনি নিজে কিছুই বলেননি।
কিন্তু তাকে ঘিরে জল্পনা অব্যাহত। অনেকেই মনে করছেন রোনাল্ডো তার ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরতে পারেন। আবার ক্লাব বিশ্বকাপের কথা মাথায় রেখে ইংল্যান্ডের ক্লাব চেলসিও তার গন্তব্য হতে পারেন। আবার এও হতে পারে তিনি সৌদিরই অন্য কোনও ক্লাবে সই করলেন। তবে সেটার সম্ভাবনা খুব কম, নজর আছে আমেরিকাতেও, যেহেতু মেসি আমেরিকার ইন্টার মায়ামিতে খেলেন, তাই রোনাল্ডোর আগমন নতুন করে প্রতিদ্বন্দ্বিতা জাগিয়ে তুলতে পারে।