হেরা ফেরি ৩ থেকে বেরিয়ে গিয়েছেন পরেশ রাওয়াল ? অক্ষয় কুমার নিলেন আইনী পদক্ষেপ! করেছেন ২৫ কোটির মামলা ! কেন করলেন পরেশ রাওয়াল এরকম ? আশা দিয়ে আশাহত করা হলো দর্শকদের? নাকি এটা শুধুই একটা মার্কেটিং স্ট্রাটেজি? আসলে কি আসতে চলেছে একটি বড়ো টিজার ? একটা বিশাল টিজার যেখানে ধরা পরবে হেরা ফেরির টীমের কারসাজি ?
চক্রযুদ্ধ ঘোষ, সাংবাদিক- গত কয়েক মাস ধরে পরেশ রাওয়ালের কাছ থেকে শোনা যাচ্ছে কিছু আক্রমণাত্মক কথা বার্তা। তাদের হেরা ফেরি-৩ শুরু হওয়ার অনেক আগে থেকেই চলছিল এই ফিল্মটির সম্ভাবনা নিয়ে জল্পনা। এক সময় জানানো হয় যে ফিল্মটা হচ্ছে আর আরেক সময় জানানো হয় যে হচ্ছে না। ২০১৫ সালে এই ফিল্মটির একটি প্রেস কনফারেন্সও করা হয়েছিলো যেখানে এই ফিল্মে পরেশ রাওয়াল, সুনীল সেট্টি, জন আব্রাহাম, আর অভিষেক বচ্চনের থাকার কথা ছিল। তারপর হেরা ফেরি পার্ট ১ আর ২ এর লেখক নীরাজ ভোরা মারা গেলেন ২০১৭ সালে আর এই ফিল্মটি বন্ধ হয়ে যায়। ২০২০ সালে আবার ফিল্মটির কাজ শুরু করার কথা উঠলেও অক্ষয় কুমার আবার এই ফিল্মটি তে অভিনয় করার সুযোগ ফিরিয়ে দেন। ২০২২ সালে শোনা যায় যে কার্তিক আরিয়ান কে নিয়ে প্রযোজকরা ভাবছেন। তারপর ২০২৩ এ শোনা গেলো ফরহাদ সামজি এই ফিল্মটি লিখবেন। তারপর ২০২৫ এ শোনা গেলো যে এই ফিল্মটির রাইটস অক্ষয় কুমার কিনে নিয়েছেন।
সাম্প্রতিক কালে পরেশ রাওয়ালের একটি বক্তব্যে বলেছেন যে তিনি আর অক্ষয় বন্ধু নন এবং এটাও বলেন যে ২০০৬ এর ফির হেরি ফেরি, হের ফেরি পার্ট ওয়ানের মান অনুযায়ী ভালো ফিল্ম হয়নি। এই ফিল্মে প্রিয়দর্শন আবার ফিরছিলেন এবং তার নাম জোড়ার পরেই ভক্তরা বেশ খুশি হয়ে গেছিলো। এখন মনে হয় না আর এই ফিল্মটি হবে। মনে হয় না এই ফিল্মটির প্রতি কেউ আর মুখিয়ে থাকবে। সময় বলবে কি হয় হেরা ফেরি ৩-র ভবিষ্যৎ।