পেটে বা পিঠে অনবরত ব্যথা অনুভব করছেন। আপনার প্যানক্রিয়াস এর কোন সমস্যা নেই তো ? সাবধান হন, সতর্ক থাকুন। যে কোন বয়সেই হতে পারে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় এর সমস্যা।
মৌসুমী সাহা - প্যানক্রিয়াস বা অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি যা হজমের সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। হজম এনজাইম প্রোটিন, কার্বোহাইড্রেট এবং চর্বি ভাঙতে সাহায্য করে। এবং তার ফলে খাদ্য হজম হয় এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান তৈরি। রক্তের শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন এবং হরমোন তৈরি করে। এই কাজগুলি ছাড়াও সমস্ত রকম অঙ্গগুলি সঠিক রাখতে সাহায্য করে। ২৫ বছর বয়সেও যেরকম এর রোগের শিকার হতে পারেন কোন মানুষ, তেমনি বয়স্ক মানুষেরও অগ্নাশয় সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। অগ্নাশয় এর প্রদাহ দেখা দেয় এবং অগ্নাশয় সমস্যা জটিল থেকে জটিলতর হয়ে ওঠে। দু'ধরনের প্যানক্রিয়াটাইটিস হয়, তীব্র এবং দীর্ঘস্থায়ী।
তীব্র প্যানক্রিয়াটাইটিসে হঠাৎ ওপরের পেটে ব্যাথা যা পিঠেও ছড়িয়ে পড়তে পারে, বমি বমি ভাব ,জ্বর,পেট ফুলে যাওয়া এই লক্ষণ গুলো দেখা যায়। পিত্তথলিতে পাথর থাকলে, মদ্যপান করলে এমনকি কিছু ওষুধ সাইড ইফেক্ট অসুস্থতা চরম আঁকার ধারণ করে। এক্ষেত্র দ্রুত চিকিৎসার প্রয়োজন। সমস্যা জটিল হলে হার্ট, ফুসফুস ,এমনকি কিডনি তেও প্রভাব পড়ে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস দীর্ঘমেয়াদি অবস্থা তৈরি করে অগ্নাশয় এর কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট করে দেয়। মাঝে মাঝে পেটের উপরের বাঁদিকে অস্বস্তি, ওজন কমে যাওয়া ,অপুষ্টি দেখা দেয়া, দুর্গন্ধযুক্ত মল যা হজমের অক্ষমতার ফলেই হয়।
এমনকি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস দেখা যায়। রক্তের ট্রাইগ্লিসাইড বেড়ে যাওয়া, হেপাটাইটিস এ বা বি সংক্রমনের কারণে অগ্নাশয় সমস্যা হতে পারে। এমনকি জন্মগত অসংগতির কারণেও হতে পারে এই সমস্যা। অ্যান্টিবায়োটিক ইমিউনো সাপ্রেশন ওষুধের ব্যবহার প্যানক্রিয়াস কে ট্রিগার করতে পারে। রক্ত পরীক্ষা ,আল্ট্রা সাউন্ড, মল পরীক্ষা এমনকি বায়োপসি করে এই রোগটি নির্ণয় করা যায় । পিত্তথলিতে পাথরের কারণে প্যানক্রিয়াটাইটিস বা অগ্নাশয়ের সমস্যা হলে অস্ত্র প্রচার করা হয়, ওষুধও দেন চিকিৎসকরা প্রয়োজনে ।জীবনধারা পরিবর্তন করারও প্রয়োজনীয়তা রয়েছে। প্রতিরোধের জন্য তা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর ডায়েট, নিয়মিত ব্যায়াম ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলা এবং ওষুধ সাবধানে এবং নিয়মিত নেওয়া। চিকিৎসা না করা হলে যে কোন অসুখের মতোই প্যানক্রিয়াটাইটিস জীবনের ঝুঁকি বাড়িয়ে দেয়।প্যানক্রিয়াস বা অগ্নাশয়কে ভালো রাখতে কি করবেন প্রচুর জল পান করা উচিত ,বাইরের ফাস্টফুড,মিষ্টি জাতীয় খাবারসহ অ্যালকোহল বর্জন করা উচিত। খাবার ভালো করে চিবিয়ে খাওয়া উচিত ।ওজন নিয়ন্ত্রণে রাখা উচিত এবং দীর্ঘদিন একই ডোজের উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়া উচিত ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন কারণ এতে অগ্নাশয় এর সমস্যার ঝুঁকি আছে। পরিবারে এই রোগের ইতিহাস থাকলে সতর্ক থাকুন।