Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন হোক। নন্দীগ্রামে জানান শুভেন্দু অধিকরী।
  • সমবায় সমিতির ভোট ঘিরে উত্তেজনা ছড়ায় দৌলাতাবাদে। ভোটারদের মারধরের অভিযোগ।
  •  ১৯ জুন উপনির্বাচনের ভোট গ্রহণ গুজরাতের দু’টি কেন্দ্র, কেরল,পঞ্জাবের একটি কেন্দ্রে। ফলপ্রকাশ ২৩ জুন।
  • বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হলো ভারত। জানান নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্ম্যণম।
  • হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী অগুন। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। 
  • কালীগঞ্জ উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। ১৯ জুন ভোট। ২৩ জুন ফলপ্রকাশ।
  • রূপনারায়ণ নদের বাঁধ মেরামতির কাজ শুরু সেচ দফতরের। মেরামতির জন্য খরচ হবে ১০ কোটি টাকা।
  • ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড দিল্লি। থমকে যান চলাচল। প্রভাব উড়ান পরিষেবায়।
  • রবিবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরে হালকা বর্ষণের পূর্বাভাস।
  • দিল্লি, তেলেঙ্গানা, বেঙ্গালুরুতেও করোনা আক্রান্তের হদিশ।
  • New Date  
  • New Time  
মালদহের আম কি বিদেশে গ্রহণযোগ্যতা হারাচ্ছে !

24
May 2025

মালদহের আম কি বিদেশে গ্রহণযোগ্যতা হারাচ্ছে !

প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে ধরে আছে আম। বিদেশী প্রযুক্তি রাজ্যে প্রথম মালদহতে ব্যবহার করা হয়েছে।জেলা খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর পরীক্ষামূলকভাবে বিশেষ প্যাকেট ব্যবহার করে গাছেই আম ফলনের উদ্যোগ নিয়েছে।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক-প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে আম যেমন বড় হবে। তেমনই পাকবে। এই আধুনিক পদ্ধতিতে আম চাষ করলে একদিকে যেমন আমের গুণগতমান বৃদ্ধি পাবে । পাশাপাশি বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পাবে আম। এতদিন মালদহ এই প্রযুক্তির ব্যবহার হয়নি। ফলে চাহিদা থাকলেও গুণগতমান ভালো না থাকায় বিদেশে বাজারে কদর কমতে শুরু করে মালদহের আম। তাই এই বছর পরীক্ষামূলক ভাবে মালদার আমবাগান গুলিতেও আমের প্যাকেটিং করা হচ্ছে। এই বছর প্রথম ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ী এলাকায় একটি বাগানে আমের প্যাকেটিং করা হচ্ছে।

আধুনিক প্রযুক্তি সফল হলে আগামীতে অন্যান্য কৃষকদের মধ্যেও এই আধুনিক পদ্ধতির প্রচার করার পরিকল্পনা রয়েছে জেলা উদ্যান পালন দপ্তরের। মালদা উদ্যানপালন দপ্তরের আধিকারিকের মতে এবছর প্রথম পরীক্ষামূলক ভাবে আধুনিক এই প্যাকেটিং করা হচ্ছে। ছোট অবস্থাতেই প্যাকেটের মধ্যে ঢোকানো হয় আম। এতে করে আমের গুণগতমান রং আকার সমস্ত কিছু ঠিক থাকে। যা বিদেশে রপ্তানি যোগ্য। এই পদ্ধতিতে আম চাষ করলে খুব সহজেই বিদেশে রপ্তানি করা যাবে। আশা করছি আমরা সাফল্য পাবো।

একসময় বিদেশের বাজারে মালদহের আমের যথেষ্ট সুনাম ছিল। সময়ের সঙ্গে সেই সুনাম এখন তলানিতে। বিগত কয়েক বছর ধরে মালদহের আম বিদেশে গ্রহণযোগ্যতা হারাচ্ছে। ইউরোপিয়ান দেশ গুলিতে মালদহের আমের কোন চাহিদা নেই। বিভিন্ন কারণেই এমনটা হয়েছে। তবে বিগত কয়েক বছর ধরে, মালদহের আমাকে ফের বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস শুরু করেছে উদ্যান পালন দপ্তর। তার প্রথম ধাপ হিসাবে জেলা জুড়ে এই মরশুমে কৃষকদের ব্যাপক হারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উন্নতমানের আম উৎপাদনে। পাশাপাশি আধুনিক কৃষি ব্যবস্থার প্রয়োগ করা হচ্ছে আম চাষে। তারই অঙ্গ হিসাবে এই বছর রাজ্য তথা মালদহে প্রথম আমি প্যাকেটিং করা হচ্ছে।

প্যাকেটিং ব্যবস্থার ফলে সরাসরি সূর্যের আলো বৃষ্টির জল আমে পড়বে না। আমের রং আকার ঠিক থাকবে। আমের চোকার উপর মোমের মত হালকা আস্তরণ থাকবে। এতে করে বিদেশে চাহিদা বাড়বে। পাশাপাশি প্যাকেট দিয়ে আম মোড়া থাকলে কীটপতঙ্গ বা ফুলি পোকার আক্রমণ হবে না। কৃষকেরা লাভবান হবেন।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital