ঋক পুরকায়স্থ, সাংবাদিক: আজ ওয়াংখেড়েতে দিল্লি বনাম মুম্বাইয়ের মহাযুদ্ধ। তবে বৃষ্টির আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে আজকের ম্যাচে। এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুম্বই এই ম্যাচ জিতলে সরাসরি প্লে অফে চলে যাবে। কিন্তু যদি দিল্লি জেতে তাহলে একধাপ এগিয়ে যাবে তারা। তবে যদি দিল্লি হেরে যায় তাহলে আর কোনও আশার আলো থাকবে না।
এই বছরের আইপিএলে মুম্বাই ১২টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে দিল্লি ১২টি ম্যাচ খেলে ১৩ পয়েন্ট পেয়েছে। কিন্তু যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেসতে যায় তাহলে দিল্লির ফাইনালের স্বপ্ন অধরাই থেকে যাবে। তাই দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দাল বোর্ডকে মেইল করে জানিয়েছেন যাতে ম্যাচ অন্যত্র করা যায়। তারা এই সুযোগ একেবারেই হাতছাড়া করতে চাইছেন না। ২৩ মে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতেই কিন্তু ভেন্যু বদল করে সেটা করা হবে লখনউয়ে। কারণ হিসাবে বৃষ্টির কথা বলা হয়েছে।
একেই এই বছরের আইপিএল ভারত পাক যুদ্ধের কারণে ৭ দিন পিছিয়ে গিয়েছে মাঝপথেই। তাই বৃষ্টির কারণে স্থান পরিবর্তন করছে বোর্ড। আর এটিকেই হাতিয়ার করেছেন পার্থ জিন্দাল। দিল্লি ক্যাপিটালস যদি বুধবারের এই ম্যাচ হেরে যায় তাহলে তাদের প্লে অফে যাওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। তাই কোনও সুযোগকেই তারা হাতছাড়া করতে চাইছেন না।