বেজে উঠল ভোটের বাদ্যি। ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন তো আছেই, তবে তার আগে হতে চলেছে উপনির্বাচন। পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্যে নদিয়া জেলায় কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন হবে আগামী ১৯ জুন। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি প্রয়াত হন কালিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। সেই কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ উপনির্বাচন রয়েছে গুজরাটের দু’টি কেন্দ্র, কেরালা এবং পাঞ্জাবের একটি করে কেন্দ্রে। গুজরাটের কাদি, বিসাবদর, কেরালার নীলাম্বুর ও পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই উপনির্বাচন হবে ১৯ জুন। তার আগে ২ জুনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের। আবার মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৫ জুন। ১৯ জুন ভোটের পর ভোটগণনা করা হবে ২৩ জুন। ২৫ জুনের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু, কোথাও পদত্যাগের কারণে ওই আসনগুলি খালি হয়েছে।
গুজরাটের কাদি কেন্দ্রের বিধায়ক ছিলেন করসনভাই পঞ্জাভাই সোলাঙ্কি। দীর্ঘ দিন ক্যানসারে ভুগে গত ৪ ফেব্রুয়ারি ৬৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। গুজরাটেরই অপর কেন্দ্র বিসাবদরে উপনির্বাচন হচ্ছে বিধায়কের পদত্যাগের কারণে। সেখানে আম আদমি পার্টির টিকিটে নির্বাচিত হয়েছিলেন ভূপেন্দ্রভাই ভয়ানি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে তিনি পদত্যাগ করেন। পরে যোগ দেন বিজেপিতে। সেই থেকে এই কেন্দ্র বিধায়কহীন ছিল। পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমের আপ বিধায়ক গুরপ্রীত বস্সি গোগির অস্বাভাবিক মৃত্যু হয় গত জানুয়ারিতে। তিনি নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন।
অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে বিরাট চ্যালেঞ্জের মুখে এ রাজ্যের শাসকশিবির। গত ফেব্রুয়ারিতে প্রয়াত হয়েছিলেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ‘লাল দা’ বলে জনপ্রিয় নাসিরুদ্দিন আহমেদ। চলতি বছরের ১ ফেব্রুয়ারি ৭০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তারপর থেকেই ফাঁকা পড়ে আসনটি। নিয়ম অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে এই আসনে উপনির্বাচন করাতেই হত। এদিন উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন।