কাশ্মীরে মৃত বিতান অধিকারী এবং সমীর গুহর পরিবারের পাশে যে রাজ্য সরকার সব সময় থাকবে এই ঘোষণা আগেও করা হয়েছিল এবার কথা রাখার পালা। মঙ্গলবার দুইজনের বাড়ি গিয়ে পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন ফিরহাদ হাকিম এবং অরুপ বিশ্বাস।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো সমীর-বিতানের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্যের দুই মন্ত্রী। তাদের সামনে কান্নায় ভেঙে পড়েন পরিরারের সদস্যরা। কারণ তাদের যা হারিয়েছে কোন কিছু দিয়েই তা পূরণ হওয়ার নয় কিন্তু রাজ্য সরকার আগামীতে সব সময় এই দুই পরিবারের পাশে থাকবে।
বিতানের বাড়ি থেকে বেরিয়ে ফিরহাদ বলেন, “শোকাহত পরিবারের পাশে আছি। আমি আশা করছি কেন্দ্র সরকার এই হামলার যোগ্য জবাব দেবে।” এদিন বিতানের মা বাবা আরও একবার কান্নায় ভেঙে পড়েন। এই বয়সে এসে এই পুত্রশোক তারা আর সহ্য করতে পারছেন না৷ প্রতিনিয়ত এই যন্ত্রণা তাদের কুড়ে কুড়ে খাচ্ছে আজ আরও একবার ছেলের শোকে আচ্ছন্ন হলেন তারা।
এদিন বেহালার সমীর গুহের স্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের আর্থিক সাহায্য তুলে দেন ফিরহাদরা।বিতানের বাবা-মাকেও আর্থিক অনুদান দেওয়া হয় এবং ব্যবস্থা করা হয় পেনশনেরও। এছাড়া বিতানের মায়ের নামে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড করে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।
উল্লেখ্য গত ২৬ এপ্রিল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, জঙ্গি হামলায় নিহত বাংলার তিনজন বিতান, সমীর, মণীশরঞ্জনের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে এবং নিহত বিতান অধিকারীর মা-বাবার আর্থিক অবস্থা খারাপ হওয়ায়, বিতানের বাবার নামে একটি পেনশন ফান্ড করে দেবে সরকার। তাতে মাসে ১০ হাজার টাকা পাওয়া যাবে।