ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি আগামী বৃহস্পতিবার তুরস্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি দেখা করতে প্রস্তুত। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে তারপর কথা হবে।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করতে চেয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা পাঠিয়েছিলেন কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে। অপেক্ষা ছিল ইউক্রেনের প্রতিক্রিয়া। আর পুতিনের এই প্রস্তাবে রীতিমতো কড়া প্রতিক্রিয়া দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তাঁ সাফ কথা, ”আগে যুদ্ধবিরতি হোক, তারপর কথা হবে।” তবে মস্কোর সঙ্গে আলোচনায় বসে কিয়েভ প্রস্তুত বলেও জানান তিনি। তবে তার শর্ত মানতে হবে, সেকথাও মনে করিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
নিজের এক্স হ্যান্ডেলে জেলেনস্কি লেখেন, ‘আমরা আশাবাদী যে সোমবার থেকে নিঃশর্ত ভাবে পুরো দমে যুদ্ধবিরতি লাগু হয়ে যাবে এবং বৃহস্পতিবার আমি ইস্তানবুলে পুতিনের জন্য অপেক্ষা করব। যদি সত্যিই মুখোমুখি বসেন পুতিন-জেলেনস্কি তবে ইতিহাসের পাতায় এই ঘটনা একটি স্মরণীয় ক্ষণ হয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে। গত তিন বছর ধরে যে ভাবে সংঘর্ষে মেতেছে দুই দেশ, সেই ভিত্তিতে এভাবে মুখোমুখি আলোচনা করে সমাধানের পথ তৈরি হতে পারে বলেও মনে করছেন অনেকেই