ভারতের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের হয়ে সফরে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান সাংসদ গুলাম নবী আজাদ। তড়িঘড়ি তাঁকে কুয়েতের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশে সফর করছেন ভারতীয় সাংসদদের নিয়ে গঠিত বেশ কয়েকটি প্রতিনিধিদল। ‘অপারেশন সিঁদুর’ এর সাফল্য ও সন্ত্রাসবাদের আঁতুরঘর পাকিস্তানের মুখোশ খোলার জন্যই এই সফর চলছে। এমনই একটি প্রতিনিদলে ছিলেন গুলাম নবী আজাদ। বিজেপি সাংসদ বলবন্ত জয় পন্ডার নেতৃত্বে সংসদীয় দলটি কুয়েতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন আজাদ। তাঁকে তড়িঘড়ি কুয়েতের রয়্যাল হায়াত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলাম নবী আজাদ আপাতত ভালো আছেন বলে জানিয়েছেন বলবন্ত জয় পন্ডা। তবে তাঁর (আজাদ) কয়েকটি টেস্ট করতে হবে, ফলে প্রতিনিধিদলের হয়ে পরবর্তী দুই দেশ; সৌদি আরব ও আলজেরিয়া তে তিনি যেতে পারবেন না বলেই জানা গিয়েছে।
তবে অসুস্থ হওয়ার আগে মিঃ আজাদ বাহরিন ও কুয়েতে গিয়ে পাকিস্তানের স্বরূপ উন্মোচন করেছেন। আদতে জম্মু কাশ্মীরের এই নেতা এই দুই দেশের সরকার ও সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন কিভাবে পাকিস্তান জম্মু কাশ্মীরে সীমান্ত পার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আজাদের অসুস্থ হওয়ার খবর সমাজ মাধ্যমে পোষ্ট করে তাঁর সুস্থতা কামনা করেছেন প্রতিনিধিদলের নেতা ও সদস্য বলবন্ত জয় পন্ডা ও সৎনাম সিং সান্ধু। প্রতিনিধিদলে আরও যারা রয়েছেন তাঁরা হলেন আসাদউদ্দিন ওয়েসি, নীশিকান্ত দুবে, রেখা শর্মা ও এস ফাংনন কনইয়াক।